পুজোর মুখে দুর্যোগের ঘটঘটা। রাতভর একটানা তুমুল বৃষ্টি, সঙ্গে ঘনঘন বজ্রপাত। জলে তলায় চলে গিয়েছে শহরের একাধিক এলাকা। আশ্রয় হারিয়েছেন বহু মানুষ। বন্যা পরিস্থিতি দুর্গাপুরে।
করোনা থাবা বসিয়েছে এবছরের দুর্গাপুজোয়। তাই কোনও রকম শোরগোল ছাড়াই দুর্গাপুজোর সূচনা করলেন পুরুলিয়ার রঘুনাথপুরের বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি। সামাজিক রীতি মেনে খুঁটি পুজোর মাধ্য়মে দুর্গাপুজোর সূচনা হয়। এবছর পুজোর মণ্ডপ জুড়ে থাকছে করোনা প্রকোপ ও তার থেকে সচেতনতার ছবি।