আর কিছুক্ষণ দেরি করলে হয়তো কেউ কিনে নিতেন। তারপর.... খোলা বাজার থেকে একটি কচ্ছপকে উদ্ধার করে জলাশয়ে ছেড়ে দিলেন স্থানীয় থানায় সমন্বয় কমিটির এক সদস্য। সচেতনতার নজির হাওড়ার বাগনানে।