চন্দননগরে যেমন জগদ্ধাত্রী, বারাসতে কালীপুজো বিখ্যাত তেমনি কার্তিক পুজো ঘিরে উন্মাদনা চোখে পড়ার মত কাটোয়া শহরে। বাংলার অন্যতম এই লোক উৎসব ঘিরে এখানে উন্মাদনা এখন তুঙ্গে। পুজো ঘিরে শোভাযাত্রাকে এখানে কাটোয়ার লড়াই বলা হয়। ভাগীরথির তীরে এই শহরে এক সময় বারবণিতাদের হাত ধরে কার্তিক পুজোর সূচনা হয়েছিল। সেই সময় বিসর্জনের দিন কোন জমিদারের কার্তিক আগে যাবে তা নিয়ে একটা প্রতিযোগিতা হত। সেই ধারা আজও চলে আসছে। সেই প্রতিযোগিতাকেই এখন লড়াই বলা হয়। এখন জমিদার না থাকলেও কার্তিকের লড়াই রয়েছে। এই লড়াই দেখতে পার্শ্ববর্তী বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলা থেকে প্রচুর দর্শনার্থী আসেন কাটোয়ায়। প্রায় লক্ষাধিক দর্শনার্থীর নিরাপত্তার জোরদার করতে শহরে বসানো হয়েছএ ৬৪টি সিসিটিভি ক্যামেরা।