পুজোর ঠিক মুখেই মালদহের চাঁচোলে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মহানন্দা নদীতে ৫০ জন যাত্রী নিয়ে ডুবে গেল নৌকা। অদিকাংশ যাত্রীই এখনও নিখোঁজ। ইতিমধ্যেই পাঁচ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, কয়েকজন মাত্র সাঁতরে প্রাণে বেঁচেছেন।