গত দু'দিন একটি বারের জন্যেও বিদ্যাসাগর প্রসঙ্গ মুখে আনেননি নরেন্দ্র মোদী। অথচ এদিন জনসভা বিদ্যাসাগরই হয়ে উঠলেন তাঁর সহায়।
আগে বলেছিলেন মোদীকে গণতন্ত্রের থাপ্পর মারবেন। এবার সরাসরি কান ধরে ওঠবোস করানোর নিদান। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা প্রসঙ্গে নরেন্দ্র মোদী মিথ্যা বলছেন দাবি মমতা বন্দোপাধ্যায়ের।