প্রাচীনপন্থীদের বিশ্বাস, এই পাখি নাকি উড়ে গিয়ে কৈলাসে মহাদেবকে জানায়, সপরিবারে মা দুর্গা ফিরছেন। দশমীর দিন দুটি নীলকণ্ঠ পাখি ওড়ানো হয়। প্রথমটি মণ্ডপ থেকে দেবী দুর্গার যাত্রা শুরু হওয়ার সময় ও অপরটি দেবী দুর্গার নিরঞ্জনের পর। রামায়ণ অনুসারে, রাবণবধের আগে রামচন্দ্র এই পাখির দর্শন পেয়েছিলেন বলে মনে করা হয়।এই পাখিকে একবার চোখের দেখা দেখতে উত্তরপ্রদেশের বহু মানুষ অনেক টাকা দেন পাখিওয়ালাকে। এই নীলকণ্ঠ পাখিকে 'কৃষকমিত্র'ও বলা হয়।