৩০০ বছর পর বিরল কাকতালীয় যোগে গণেশ চতুর্থীর দিন ভুলেও করবেন না এই কাজ, ঘোর অমঙ্গল নেমে আসবে জীবনে

Aug 31 2022, 11:28 AM IST

আজ গণেশ চতুর্থী। ৩১ আগস্ট  বুধবার সারা দেশ জুড়ে পালিত হবে গণেশ চতুর্থী উৎসব। আগে শুধুমাত্র মহারাষ্ট্রে ধুমধাম করে পালিত হলেও এখন গোটা দেশে, পাড়ায় পাড়ায় শুরু হয়েছে গণেশ পুজো। ভাদ্র ও মাঘ মাসের শুক্লাচতুর্থীকেই বলা হয় গণেশ চতুর্থী। হিন্দুধর্ম মতে এই দিনটিই গণেশের জন্মদিন হিসেবে পালন করা হয়। গণেশ চতুর্থীর এই উৎসব ১০ দিন ধরে পালিত হয়। গণেশ চতুর্থী থেকে অনন্ত চর্তুদশী পর্যন্ত ভক্তদের সঙ্গে থাকেন গণেশ।৩০০ বছর পর বিরল কাকতালীয় যোগ রয়েছে গণেশ চতুর্থীতে।  এই দশদিন যার মনপ্রাণ দিয়ে গণপতির পুজো করেন তাদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। এবং গণেশ সমস্ত ভক্তদের প্রাণভরে আশীর্বাদ দেন। তবে গণপতির অসীম কৃপা পেতে শুধু গণেশ পুজো করলেই হল না, এর কিছু নিয়ম কানুনও রয়েছে। গণেশ পুজোর দিন এই ছোট্ট ভুলগুলি ভুলেও করবেন না,  তাহলেই জীবনে নেমে আসবে চরম দুর্দশা ও ঘোর অমঙ্গল।