পল্লবীর রহস্য মৃত্যুতে পুলিশের হাতে গ্রেফতার লিভ-ইন সঙ্গী সাগ্নিক, উঠল আর্থিক প্রতারণার অভিযোগ

May 18 2022, 08:03 AM IST

 পল্লবীর রহস্য মৃত্যুতে  গ্রেফতার করা হল প্রয়াত অভিনেত্রীর লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে। গতকাল অর্থাৎ মঙ্গলবারই আর্থিক প্রতারণার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হল সাগ্নিক। গ্রেফতারের পর সাগ্নিককে রাতভর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত কাছ থেকে বেশ কিছু প্রশ্নের জবাবও জানতে চেয়েছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাগ্নিকের মাসিক আয় প্রায় ২০ হাজার টাকা। কিন্তু এই সামান্য় মাইনের চাকরিতেই বিলাসবহুল জীবনযাপন করত সে। লাখ লাখ টাকার উপহার থেকে অডি গাড়ি কী ছিল না সাগ্নিকের। কিন্তু এত টাকা কে দিত সাগ্নিককে, তা খতিয়ে দেখছে পুলিশ।