তিনি বিএসএফ-এর জওয়ান
ভেবেছিলেন নেমপ্লেটটা বাঁচিয়ে দেবে
নেমপ্লেটে যে বিএসএফ-এর প্রতীকটাও রয়েছে
কিন্তু, উন্মত্ত দুর্বৃত্তদের সামনে কারোর রেহাই নেই
তিনি বিএসএফ-এর প্রথম সারির বিস্ফোরক বিশেষজ্ঞ।
ঊর্ধতনকে পাঠালেন পার্সেল বোমা।
বদলি নিয়ে অসন্তোষের কারণেই এই হামলা বলে জানা গিয়েছে।
তবে তার পিছনে রয়েছে একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক।
সেনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়।
এবার একজন ভারতীয় জওয়ান মিস করলেন বিয়েও।
কাশ্মীরে আটকে থাকলেন তিনি।
তাঁর এই দুর্ভাগ্যজনক কাহিনী জানিয়েছে চিনার কর্পস।
গত ৪৮ ঘন্টায় তীব্র তুষাড়পাত হচ্ছে কাশ্মীরে।
এদিন ভোরে তুষাড়ধসে চাপা পড়েছিলেন ৫ ভারতীয় সেনা জওয়ান।
৫ জনকেই উদ্ধার করা হল।
কিন্তু, ৪ জনেরই মৃত্যু হয়েছে।