হাঁটুর ব্যথায় ভুগছেন, পেনকিলার না খেয়ে কাজে লাগান ঘরোয়া টোটকা

Mar 18 2022, 05:12 PM IST

হাঁটুর ব্যথার সমস্যায় ভুগছেন। আগেকার দিনে বয়স্করা হাঁটুর ব্যথায় ভুগলেও এখন আর কোনও বয়স লাগে না। এই ব্যথা সকলেরই হতে পারে। ব্যথার যেন কোনও বয়স নেই। যে কোনও বয়সেই এই ব্যথা হতে পারে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথাটা যেন ক্রমশ বেড়ে যায়। হাঁটু বা গাটের ব্যথা র সমস্যা নিয়ে জেরবার হয়ে পড়ছেন। অনেকেরই সারা বছর এই ব্যথা কমবেশি হয়ে থাকে। ব্যথা বাড়লেই যেন পেইনকিলারের উপর প্রত্যেকেই যেন আসক্ত হয়ে যায়। কিন্তু বেশি পেনকিলার খাওয়া শরীরের জন্য মোটেই ঠিক নয়। তাই ওষুধ ভুলে বাড়ির টোটকাতেই ভরসা রাখুন। জেনে নিন হাঁটুতে ব্যথা সারানোর ঘরোয়া উপায়গুলি ।