ইতিমধ্য়েই ভারতের ১৫ জনের বিশ্বকাপের দল বেছে নেওয়া হয়েছে। দীর্ঘদিন চারনম্বর জায়গার দৌড়ে থাকা রায়ডু শেষ পর্যন্ত বাদ পড়েছেন। দলে জায়গা হয়নি তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থেরও। তবে রায়ডুর জায়গায় বিজয় শঙ্করের অন্তর্ভুক্তি ভারতীয় দলের বৈচিত্রকেই আরও বাড়িয়েছে। এক বছর আগে একজন জোরে বোলার অলরাউন্ডারই যেখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বিজয়ের উত্থানে বিশ্বকাপে সেই ভারতীয় দলেই দুইজন জোরে বোলার অলরাউন্ডার। সব মিলিয়ে বলা যেতে পারে যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার মতো ভারসাম্য রয়েছে দলে।