২৭ মাস ধরে মাইনে না পেয়ে সঞ্চিত অর্থের সবটুকু খরচ হয়ে গিয়েছিল। তীব্র আর্থিক অনটনের শিকার হয়ে অবশেষে আত্হননের পথ বেছে নিয়েছেন অসমের হিন্দুস্থান পেপার কর্পোরেশনের কারখানায় কর্মরত বাঙালি ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ মজুমদার। সুইসাইড নোটে তিনি তাঁর মৃত্যুর জন্য দায়ী করেছেন ভারত সরকারকে। শুধু বিশ্বজিতই নন, একইরকম আর্থিক দুরবস্থায় পড়ে ধুঁকছেন কারখানার তিন হাজার কর্মী ও তাঁদের পরিবার।