সন্তানদের আয়ু বৃদ্ধিতে নীল ষষ্ঠীর দিন নিষ্ঠাভরে পালন করুন এই নিয়মগুলি, প্রসন্ন হবেন মহাদেব

Apr 13 2022, 01:53 PM IST

চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনায় এই বিশেষ দিনে মায়েরা শিবের পুজো করে থাকেন। এই দিনটির জন্য বছরভর অপেক্ষা করে থাকেন  মায়েরা।  মহাদেব শিবকে নিষ্ঠাভরে পুজো করে সন্তানের সুখ প্রার্থনা করে থাকেন মায়েরা। চলতি বছর ১৩ এপ্রিল, বুধবার পালিত হচ্ছে নীল ষষ্ঠী। চৈত্র সংক্রান্তি কিংবা চড়ক উৎসবের আগের দিনই নীল পুজো পালন করা হয়। আজও বাঙালির ঘরে ঘরে পালিক হচ্ছে নীল ষষ্ঠী। নিষ্ঠাভরে এই পুজো করলে মহাদেব প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ভাগ্য ফেরে সন্তানদের। সারাদিন উপোস থেকে সন্ধ্যা বেলায় শিবের মাথায় জল ঢালতে হয়। এবং শিবের মাথায় জল ঢেলে উপোস ভাঙতে হয়। সন্তানের দীর্ঘায়ুর জন্য নীল ষষ্ঠীকরে থাকেন সমস্ত মায়েরা।  তবে এই নীলষষ্ঠীর বিশেষ কিছু নিয়মিবিধি রয়েছে। পুজো করতে হয় বলে পুজো করে ফেললাম তাহলে কিন্তু হবে না। কারণ নিয়ম না মেন পুজো করলে মনোবাঞ্ছা তো পূরণ হবেই না পরিবর্তে দুর্ভাগ্যই সম্বল হবে । নিষ্ঠাভরে এই নিয়মবিধি মেনে নীল ষষ্ঠী করলে মহাদেবের আশীর্বাদ লাভ করা যায়।