শিবরাত্রিরের দিন ভুলেও এই কাজ করবেন না, অমঙ্গল নেমে আসতে পারে সংসারে

তিথি অনুসারে, ১ মার্চ মহা শিবরাত্রি (Shivratri)। এই দিনটি শাস্ত্রে বেশ উল্লেখযোগ্য। এদিন নিষ্ঠা ভরে পুজো করলে মনের সকল বাসনা পূরণ হয়। এদিন শুধু উপবাস করে শিবের মাথায় জল ঢাললেই হল না। সঙ্গে কয়টি নিয়ম মেনে চলা আবশ্যক। জেনে নিন কী কী। 

হিন্দু ধর্মে রয়েছে একাধিক উৎসবের উল্লেখ। রয়েছে, দেব দেবীর পুজোর বিস্তারিত বর্ণনা। শাস্ত্রে এক এক জন দেবদেবীর জন্য আলাদা আলাদা দিন, তিথি নির্দিষ্ট রয়েছে। তিথি অনুসারে, ১ মার্চ মহা শিবরাত্রি (Shivratri)। এই দিনটি শাস্ত্রে বেশ উল্লেখযোগ্য। এদিন নিষ্ঠা ভরে পুজো করলে মনের সকল বাসনা পূরণ হয়। এদিন শুধু উপবাস করে শিবের মাথায় জল ঢাললেই হল না। সঙ্গে কয়টি নিয়ম মেনে চলা আবশ্যক। জেনে নিন কী কী। 

মনে রাখবেন শিবরাত্রি কোনও ভোজের উৎসব নয়। এই দিন কোনও নানা পদ রাঁধলে হবে না। সকাল থেকে উপবাস করে শিবের (Lord Shiv) আরাধনা করতে হবে। উপবাস ভঙ্গের সময় নিরামিশ ভোজন করতে হবে। আমিষ খাবার না খাওয়াই ভালো। 
 
শাস্ত্র মতে, শিবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এদিন শিবের (Lord Shiv) আরাধনার করলে মিথ্যা কথা বলবেন না। সঙ্গে কারও সঙ্গে কোনও ঝগড়ায় জড়াবেন না। প্রচলিত আছে, এতে ভগবান শিব ক্রুদ্ধ হন। 

Latest Videos

শিবরাত্রিরের দিন ভুলেও মদ্যপান (Alcohol) করবেন না। এতে শিবের কৃপা থেকে বঞ্চিত হবেন। এদিন নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো করুন। আর নিরামিশ ভোজন করুন। 

শিবরাত্রিতে রাত জেগে শিবের আরাধনা হয়। এদিন সারাদিন উপবাস করে শিবের মাথায় জল ঢালার রীতি আছে। জ্যোতিষ (Astrology) মতে, শিবরাত্রিরের দিন রাতে ঘুমাবেন না। এতে সংসারে অমঙ্গল হতে পারে। শিবের আরাধনা করলে সারা রাত জেগে থাকুন। 

ভগবান শিবের গান শুরুন। শিবের মন্ত্র জপ করুন। এতে ভগবানের কৃপা পাবেন। শিবরাত্রিতে (Shivratri) এই কাজে শুভ ফল হবে। 

তিনটি বেলপাতা, ভাং, তুলসী, ধুতরা, জায়ফল, ফল, মিষ্টি নিবেদন করুন। সবার শেষে কেষর দিয়ে তৈরি করা ক্ষীর নিবেদন করুন এবং প্রসাদ বিতরণে সৌভাগ্য লাভ করবেন। 

এবছর মহাশিবরাত্রি (Shivratri) ২৮ ফেব্রুয়ারি রাত ২টো ২৩ মিনিট থেকে শুরু হচ্ছে। ১ মার্চ রাত ১২টা ৩৯ মিনিট পর্যন্ত থাকবে। মহাশিবরাত্রির প্রথম প্রহরের পুজো ১ মার্চ, ২০২২ সন্ধ্যা ৬টা ২১ মিনিট থেকে রাত ৯টা ২৭ মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহর ১ মার্চ রাত ৯টা ২৭ মিনিট থেকে রাত ১২টা ৩৩ মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহর ১ মার্চ ১২টা ৩৩ মিনিট থেকে সকাল ৩টে ৩৯ মিনিট পর্যন্ত। আর চতুর্থ প্রহর ২ মার্চ সকাল ৩টে ৩৯ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত।   

আরও পড়ুন: পুরির জগন্নাথ মন্দির সম্পর্কে ১০টি রহস্য, আজও কোনও ব্যাখ্যা পাওয়া যায় না

আরও পড়ুন: শুক্রবার ৬ রাশির অতিরিক্ত আয়ের যোগ রয়েছে, দেখে নিন আজকের রাশিফল

আরও পড়ুন: কীভাবে পালন করবেন দ্বিজপ্রিয় সংকষ্টী গণেশ চতুর্থী, রইল পালনের রীতি ও ব্রত কথা
 

Share this article
click me!

Latest Videos

Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul