উন্মুক্ত হট ক্লিভেজে জ্বলছে আগুন, নির্মেদ শরীরে জয়ার রূপের নেশায় বুঁদ ভক্তরা

সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অ্যাক্টিভ জয়া। কীভাবে ভক্তদের ধরে রাখতে হয়, তাতে বেশ সিদ্ধহস্ত জয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হট লুকে ছবি পোস্ট করে ভক্তদের পাগল করে দিয়েছেন জয়া আহসান। কালো রঙের লো নেক পোশাকে বেরিয়ে রয়েছে সেক্সি হট ক্লিভেজ । উন্মুক্ত নাভি, ফ্ল্যাট অ্যাবসে যৌনতা যেন চুঁইয়ে পড়েছ। কোকড়ানো চুল,কাজল কালো চোখের চাহনিতে পাগল হয়েছেন ভক্তরা। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। 

এপার বাংলাতে এসেও বাজিমাত করেছেন জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় রয়েছে জয়া।  বয়স প্রায়  ৫০-এর কোটায় পৌঁছালেও তাকে দেখে বোঝার সাধ্য নেই। দুই বাংলাতেই চুটিয়ে কাজ করছেন জয়া।  এই বয়সে এসে এখনও রূপের জাঁদুতে টেক্কা দিতে পারেন নিউকামারদের। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী  জয়া আহসান সর্বদাই রয়েছেন নেটিজেনদের নজরে। তবে শুধু রূপই নয়, ফিটনেস নিয়ে যথেষ্ঠ সচেতন জয়া। মডেল থেকে অভিনেত্রী জয়া বর্তমানে হয়ে উঠেছেন জেনওয়াই-দের আইডল।

সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অ্যাক্টিভ জয়া। কীভাবে ভক্তদের ধরে রাখতে হয়, তাতে বেশ সিদ্ধহস্ত জয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হট লুকে ছবি পোস্ট করে ভক্তদের পাগল করে দিয়েছেন জয়া আহসান। কালো রঙের লো নেক পোশাকে বেরিয়ে রয়েছে সেক্সি হট ক্লিভেজ । উন্মুক্ত নাভি, ফ্ল্যাট অ্যাবসে যৌনতা যেন চুঁইয়ে পড়েছ। কোকড়ানো চুল,কাজল কালো চোখের চাহনিতে পাগল হয়েছেন ভক্তরা। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেক্সিও বোল্ডনেসে টেক্কা দিচ্ছেন টলিপাড়ার নিউকামারদেরও। কিলার লুকে কাঁপছে দুই বাংলার ফ্যানেরা।

Latest Videos

 

 

বুকচেরা কালো ড্রেসের উপর সিলভার রঙের জ্যাকেটে আরও বেশি লাস্যময়ী লাগছে জয়াকে। বোল্ড অবতারে নিজেকে মেলে ধরেছেন জয়া আহসান। ঝড়ের গতিতে ভাইরাল ছবি। য়ার নতুন লুক দেখে রাতের ঘুম উড়েছে নেটিজেনদের। অভিনেত্রীর ছবিতে  প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা, লাইক ও কমেন্টের সংখ্যাও আকাশছোঁয়া। উন্মুক্ত চাবুক শরীর, খোলামেলা পোশাকে জয়ার হট অবতারে মুগ্ধ দুই বাংলার অনুরাগীরা। তবে সমালোচনায় কান না নিয়ে তিনি নিজের কাজ করেই চলেছেন। নিজের কাজের মধ্যেই ব্যক্তিত্বের ছাপ রেখে চলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নায়িকা জয়া আহসান।টলি ইন্ডাস্ট্রির প্রথমসারির দাপুটে অভিনেত্রীর তালিকায় রয়েছে জয়ার নাম। ইতিমধ্যেই ঝুলিতে রয়েছে একগুচ্ছ নয়া প্রজেক্টের কাজ।  ইতিমধ্যেই করোনা আবহে তিনটি বাংলাদেশী ছবির কাজ সেরেছেন জয়া। অন্যদিকে এপার বাংলাতেও কৌশিক গাঙ্গুলি পরিচালিত অর্ধাঙ্গিনী এবং শিলাদিত্য মৌলিক পরিচালিত ছেলেধরা ছবিতে অভিনয় করতে দেখা যাবে  জয়াকে। এছাড়াও কলকাতায় শুটিং শুরু করে দিয়েছেন আপকামিং ছবি 'পুতুল নাচের ইতিকথা'-র। এই প্রথম পরিচালক সুমন মুখোপাধ্যায়ের ফিচার ফিল্মের জন্য কাজ করছেন অভিনেত্রী।  'পুতুল নাচের ইতিকথা'য় কুসুম-এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়া এহসানরকে। মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাস নিয়ে সিনেমা বানাচ্ছেন পরিচালক সুমন মুখোপ্যাধ্যায়।  ২৩ বছরের রহস্যময়ী তরুণী কুসুম। যার খামখেয়ালিপনা তাকে অন্য রকম করে তোলে বারংবার। জয়া থেকে কুসুম হয়ে নিজেকে যেন ভারী অদ্ভুত মনে হতে শুরু করেছে নায়িকা। পুরো বিষয়টা বেশ উপভোগ করছেন। ছবির অন্য এক মূল চরিত্র শশীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। এছাড়াও ছবিতে পরমব্রত,ধৃতিমান, অনন্যা চট্টোপাধ্যায় এবং কুসুমের স্বামী পরাণের চরিত্রে গোলাম সরোয়ার হারুণকে দেখা যবে। 

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন