SIP Investment: প্রতিদিন মাত্র ২০ টাকা বিনিয়োগ করে হাতে পাবেন ৩৪ লক্ষ টাকা? চমকে যাবেন আপনিও

আজকাল মধ্যবিত্ত শ্রেণির একটা বড় অংশই বিনিয়োগ করছেন মিউচুয়াল ফান্ডে। 

Subhankar Das | Published : Jan 8, 2025 2:33 PM
114
যদিও আর্থিক দিক থেকে ঝুঁকিপূর্ণ এটি, কিন্তু লাভের সম্ভাবনা অনেকটাই বেশি।

মোট দুটি পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায়। 

214
একটিকে বলা হয় লাম্পসাম লগ্নি

অন্যদিকে, অপরটির নাম হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP।

314
পরিসংখ্যান কী বলছে?

একাধিক মানুষ আছেন, যারা লাম্পসাম বিনিয়োগ করে থাকেন। কিন্তু অনেকেই আছেন যারা আবার SIP করে থাকেন। ২০২৪ সালের অক্টোবর মাসে এসআইপির মোট গ্রাহক সংখ্যা ছিল ১০.১২ কোটি। নভেম্বরে তা আরও বেড়ে দাঁড়ায় ১০.২২ কোটি। 

414
এসআইপির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট (AUM) ১৩.৫৪ লক্ষ কোটি টাকা

স্টক মার্কেটের দিকে ছোট লগ্নিকারীদের আগ্রহ যে দিন দিন বাড়ছে, তা কার্যত এই তথ্য থেকেই পরিষ্কার।

514
SIP-র সবথেকে বড় সুবিধা হল, এতে লগ্নি করতে গেলে বিরাট অঙ্কের কোনও টাকা লাগে না

কারণ, মাত্র ২০ টাকা দিয়েও এতে বিনিয়োগ শুরু করা যেতে পারে। 

614
আর এসআইপিতে প্রাপ্ত সুদ চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে

ফলে, অল্প লগ্নিতেই মোটা টাকা লাভ করার সুযোগ থাকে ইনভেস্টরদের সামনে।

714
এসআইপির ২০-২০-২০ ফর্মুলা অনুযায়ী, প্রথম বছরে গ্রাহককে বিনিয়োগ করতে হয় ৭,৩০০ টাকা

ওদিকে প্রতি বছর ২০% করে লগ্নির পরিমাণ বৃদ্ধি করবেন তিনি।

814
বিশেষজ্ঞদের মতে, সংশ্লিষ্ট এসআইপিতে বছরে প্রায় ১৪% সুদ পেতে পারেন ওই গ্রাহক

দেখা গেছে, লার্জ ক্যাপের মিউচুয়াল ফান্ডগুলি গত এক দশকে মোট ১৩-১৪% সুদ দিয়েছে।

914
সেই হিসেবে একজন গ্রাহকের ২০ বছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১৩.৪৪ লক্ষ টাকা

অতএব, মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট এসআইপির সুদের মাত্রা গিয়ে দাঁড়াবে ২০.৪৪ লক্ষ টাকা। সুতরাং, সুদেমূলে মোট ৩৩.৯৮ লক্ষ টাকা পাবেন একজন লগ্নিকারী।

1014
অন্যদিকে, এসআইপি থেকে আবার অবসরের পর মোটা টাকা পেনশন পাওয়ারও সুবিধা রয়েছে

তার নিয়ন্ত্রক কেন্দ্রীয় সংস্থাটি হল পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বা পিএফআরডিএ।

1114
এই প্রকল্পে যে কেউ চাইলে লগ্নি করতে পারেন

মূলত, নাগরিকদের সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার।

1214
NPS-এর মোট সঞ্চয়ের পরিমাণ ৫ কোটি টাকাতে নিয়ে যেতে হলে কী করতে হবে?

সেক্ষেত্রে ৪০ বছরের যুবক বা যুবতীকে প্রতি মাসে জমা করতে হবে ৫০ হাজার টাকা করে।  

1314
বছরে সুদের হার ১২% থাকলে,

তবেই অবসরের পর মাসে এক লক্ষ টাকা করে পেনশন পাবেন তিনি। 

1414
কিন্তু সুদের হার কম হলে পেনশনের অঙ্ক কমে যাবে

প্রসঙ্গত, কোনও গ্রাহকের এনপিএস তহবিলে যদি মোট সঞ্চয়ের পরিমাণ পাঁচ কোটি হয়, তাহলে অবসরের পর তিন কোটি টাকা তিনি তুলতে পারবেন। আর বাকি ২ কোটি টাকা অ্যানুইটি প্ল্যানে তাঁকে বিনিয়োগ করতে হবে।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই সর্বদা বিশেষজ্ঞদের পরামর্শ নিন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos