দিল্লিতে প্রসুতির মৃত্যুর পরই চাঞ্চল্য
মৃত মহিলা করোনাভাইরাসে আক্রান্ত বলে অনুমান
হাসপাতালের ৬৮ জন চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীকে স্বেচ্ছাবন্দি থাকার নির্দেশ
তথ্য লুকিয়ে হাসপাতালে ভর্তির অভিযোগ
এক প্রসুতির মৃত্যু আর তাতেই তোলপাড় শুরু হয়ে যায় উত্তর দিল্লির ভগবান মহাবীর হসাপতালে। বুধবার রাতে ওই প্রসুতির মৃত্যু হয়। তবে মৃত্যু আগে মহিলা জানিয়ে গিয়েছিলেন তিনি সম্প্রতী বিদেশ থেকে ফিরেছেন। আর একাধিক করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছেন। আর ২৫ বছরের ওই মহিলার মৃত্যুর পরই হাসপাতালের ৬৮ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীকে আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় রীতিমত আতঙ্কিত হাসপাতাসের ভর্তি বাকি রোগীরা।
হাসপাতালে প্রায় ২০০ জন রোগীর চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মহিলা মিথ্যা তথ্য দিয়ে হাসাপাতালে ভর্তি হয়েছিল। তাই আলাদা কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
উত্তর দিল্লির জেলা শাসকও জানিয়েছেন নিজের সম্প্রতী বিদেশ ভ্রমণের ইতিহাস গোপন করেছিলেন ওই মহিলা। তাই বিশেষ কোনও সতর্কতামূলক ব্যবস্থা না নিয়ে বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল তাঁকে। তথ্য গোপন করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলেও অভিযোগ করেছে জেলাশাসক।