করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দেশ জুড়েই চলছে লকডাউন। প্রায় গোটা দেশই ঘরবন্দি করে রেখেছে। এই আবস্থায় আমরা আগেও দেখেছি জাতীয় সড়ক থেকে শুরু করে অলিগলির দখল নিয়েছে বন্য প্রাণিরা। সেই ছবিই এবার দেখা গেল উত্তরাখণ্ডে। যাখানে বনদফতরের পাতা ক্যামেরায় ধরা পড়ল বিরল প্রজাতির তুষার চিতার। তাও আবার একটি নয়। এক সঙ্গে চারটি। যা সচারচর দেখা যায়না। আর বনদফতরের পাতা ক্যামেরায় তুষার চিতার ছবি দেখতে পেরে রীতিমত উৎসাহিত উত্তরাখণ্ডের নন্দাদেবী জাতীয় উদ্যানের কর্মকর্তারা। স্থানীয় বনদফতর জানিয়েছেন ভারতে তুষার চিতার দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। মলত মঙ্গোলিয়া ও চিনে এই চিতার সংখ্যা বেশী। তবুই এই চিতা গতিবিধি ভারতে আছে কিনা তা জানতেই জানুয়ারি মাসেই একাধিক জায়গায় ক্যামেরা বসানো হয়েছিল। আর সেই ক্যামেরার ট্র্যাপ পরীক্ষা করতেই সামনে আসতেই দেখা যায় ভারতেও আনাগোনা রয়েছে তুষার চিতার। প্রাথমিক অনুমান ভারতে প্রায় ৫১৬টি তুষার চিতা রয়েছে। সবথেকে বেশি রয়েছে উত্তরাখণ্ডে।
গত বছর অক্টোবর থেকেই গ্লোবাল স্নো লেপার্ড অ্যান্ড ইকোসিস্টেম প্রোটেকশন নামে একটি সূচিতে অংশ নিয়েছিল ভারত। আর সেই কর্মসূচির অঙ্গ হিসেবে নন্দাদেবীর একাধিক জায়গায় বসানো হয়েছিল ক্যামেরা। কার্যত তুরাষ চিতার মোটা সংখ্যা জানতেই এই কর্মসূচি। পাশাপাশি উদ্যোক্তাদের মূল উদ্দেশ্য তুষার চিতার সংখ্যা বৃদ্ধি। তাই একসঙ্গে বেশ কয়েকটি তুষার চিতা দেখতে পেয়ে স্বভাবই খুশির হাওয়া বনদফতরের কর্মীদের মধ্যে।