শুধুমাত্র পিছিয়ে পড়া মানুষদের বিনামূল্য পরীক্ষা
করোনাভাইরাস পরীক্ষা হবে বিনামূল্য
নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আয়ুষ্মান প্রকল্পের অন্তর্গত ব্যক্তিরা পাবেন সুবিধে
শুধুমাত্র দেশের গরীব মানুষদেরই করোনাভাইরাস পরীক্ষা করা হবে বিনামূল্য। সোমবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দুই বিচারপতি অশোক ভূষণ ও এস রবিন্দর ভাটের বেঞ্চ অ জানিয়েছে, যারা করোনাভাইরাস পরীক্ষার জন্য ৪৫০০ টাকা দিতে পারবেন না তাঁদের পরীক্ষাই বিনামূল্য করাতে হবে সরকারকে। পাশাপাশি আরও নির্দেশ দেওয়া হয়েছে আয়ুস্মান ভারত প্রকল্পের অধীনে যাঁরা রয়েছেন তাঁদের করোনাভাইরাস পরীক্ষা করাতে কোনও টাকা দিতে হবে না।
তবে শীর্ষ আদালত জানিয়েছে, দেশের আর্থিকভাবে দুর্বল ও নিম্ন আয়ের মানুষের বিনামূল্য করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা করা যায় কিনা তা কেন্দ্রীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রক যৌথ উদ্যোগে সিদ্ধান্ত নিতেই পারে।