২৩ এপ্রিল আইসিসির বৈঠক,আন্তর্জাতিক ক্রিকেট সহ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা

  • করোনা পরিস্থিতি পর্যালোচনা নিয়ে ২৩ এপ্রিল আইসিসির বৈঠক
  • কনফারেন্সের মাধ্যমে ক্রিকেট খেলীয় দেশগুলির সঙ্গে হবে কথা
  • বৈঠকে আলোচনা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়েও
  • পরিস্থিতি খতিয়ে দেখে বিকল্প পথও খুলে রাখতে চাইছে আইসিসি

করোনা ভাইরাস মহামারীর জেরে স্তব্ধ ক্রীড়া বিশ্ব। ফুটবলের পাশাপাশি যার ব্যাপক প্রভাব পড়েছে ক্রিকেটেও। বাতিল হয়ে গিয়েছে একাধিক আন্তর্জাতিক সিরিজ। স্থগিত হয়ে গিয়েছে একাধিক দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলি। অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গিয়েছে ভারতের একমাত্র কোটিপতি লিগ আইপিএল। রোনাভাইরাসের কারণে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ নিয়ে শঙ্কা জাগছে। বর্তমান পরিস্থিতি ভবিষ্যতেও অব্যাহত থাকলে বিশ্বকাপ এক বছর পিছিয়ে দেয়ার পরামর্শ ইতোমধ্যেই দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। কিন্তু এখনই বিশ্বকাপ পিছিয়ে দেয়া নিয়ে ভাবতে রাজি নয় ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী তারা। পাশাপাশি বিশ্বকাপের জন্য বিকল্প চিন্তা-ভাবনা করছে আইসিসি।

আরও পড়ুনঃকরোনা আতঙ্কের মধ্যেই তুর্কমেনিস্তানে শুরু হল ফুটবল লিগ, খেলা দেখল দর্শকও

Latest Videos

অস্ট্রেলিয়ার মাটিতে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু ইতোমধ্যে করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া আরও অন্যান্য ইভেন্টও সমস্যায় পড়তে পারে। তবে বিশ্বকাপ নিয়ে আইসিসির হাতে এখনো কিছুটা সময় আছে এবং নির্ধারিত সময়ে শুরুর জন্য প্রস্তুত তারা। কিন্তু পরিকল্পনা পরিবর্তন হতে পারে। আইসিসির এক মুখপাত্র বলেন, ‘আইসিসির ইভেন্টগুলো নির্ধারিত সুচি অনুযায়ী আয়োজনে আমরা প্রস্তুতি নিচ্ছি। যে অবস্থায় আছে, তা চালিয়ে যাবার জন্য আমরা পরিকল্পনা করছি। তবে দ্রুত পরিবর্তিত পরিস্থিতিতে একটি বিচক্ষণ ও দায়িত্বশীল জরুরী পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। মহামারীর উপর ভিত্তি করে আমাদের কাছে সকল বিকল্প পথ আছে। আমরা বিশেষজ্ঞ ও কর্তৃপক্ষের কাছ থেকে পরামর্শ নেয়ার কাজটি চালিয়ে যাবো। এটি নিয়ে অস্ট্রেলিয়া সরকার উপযুক্ত সময়ে সিদ্বান্ত নেবে।’

আরও পড়ুনঃকরোনা মহামারীর জেরে পিছিয়ে গেল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা

আরও পড়ুনঃকরোনা মোকবিলায় নিজের ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলছেন মুশফিকুর রহিম

এছাড়াও আইসিসির তরফে জানানো হয়েছে, শুধু ক্রিকেট শুরু করলেই চলবে না,প্লেয়ার, স্টক হোল্ডার. সাপোর্টিম স্টাফ সহ অন্যান্য সকল কর্মচরীদের নিরাপত্তার বিষয়টিও আমাদের খতিয়ে দেখতে হবে। ফলে  সব দিক বিচার করেই পরবর্তী পদক্ষেপ নিতে চাইছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। যদিও সবকিছুই নির্ভর করছে বিশ্বব্যাপি করোনা ভাইরাস মহামারীর পরিস্থিতির উপর। শেষ পর্যন্ত পরিস্থিতি খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে আইসিসি। সব পরিস্থিতি আলোচনার জন্য ২৩ এপ্রিল সব ক্রিকেট খেলীয় দেশের সঙ্গে কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠকও ডেকছে আইসিসি।

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News