
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ২০৮ রানেক বিশাল স্কোর করার পরও প্রথম টি২০ ম্য়াচে হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। খারাপ বোলিং ও ফিল্ডিংয়ের খেসারত দিতে হয়েছে। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ হেরে সিরিজের বাকি দুটি ম্যাচ ডু অর ডাই হয়ে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়ার কাছে। এই হারের পর নানা দিক থেকে সমালোচনার শিকার হতে হচ্ছে ভারতীয় দলকে। চুপ করে থাকলেন না রোহিত-বিরাটদের প্রাক্তন হেডস্যার রবি শাস্ত্রীও। বরবরাই যেটা ভুল মনে সেটার সমালোচনা করতে পিছপা হননা শাস্ত্রী। তাই এশিয়া কাপের হতশ্রী পারফরম্যান্স ও তারপর টি২০ বিশ্বকাপের আগে ঘরের মাঠে প্রথম টি২০-তে টিম ইন্ডিয়ার জঘন্য পারফরম্যান্সের পর সরাসরি ভারতীয় দলের কোচিং স্টাফদের দিরে আঙুল তুললেন রবি শাস্ত্রী। এক বছর সময় পেয়ে রাহুল দ্রাবিড়রা কী করলেন সেই প্রশ্ন তুলে দিলেন ভারতের প্রাক্তন কোচ।
২০২১ সালের টি২০ বিশ্বকাপের পর কোচ হিসেবে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সরে দাঁড়িয়েছিলেন রবি শাস্ত্রী। তারপরই কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। প্রায় এক বছর হয়ে গেল রাহুল দ্রাবিড় টিম ইন্ডিয়ার হেড স্যার হওয়ার পর। মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দিচ্ছিলেন রবি শাস্ত্রী। সেই সময় তিনি বলেন,'যদি গত কয়েক বছরে সেরা ভারতীয় দলগুলো দেখা হয় তাহলে দেখা যাবে, সেখানে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল ছিল। কিন্তু এই দলে তারুণ্যের অভাব রয়েছে। গত পাঁচ-ছ’বছরে বিশ্বের কোনও দল ফিল্ডিংয়ে আমাদের ধারেকাছে ছিল না। কিন্তু এখন ফিল্ডিং খুব খারাপ হচ্ছে। তাই বড় প্রতিযোগিতায় গিয়ে আমাদের সমস্যা হচ্ছে। তাহলে গত এক বছরে ভারতীয় ক্রিকেটের কী উন্নতি হল?' রবি শাস্ত্রীর এই মন্তব্য যে বর্তমানকে প্রাক্তন কাঠগড়ায় তুলছেন তা বলাই যায়। এবারের টি২০ বিশ্বকাপও যে রাহুল দ্রাবিড়ের কাছে অ্যাসিড টেস্ট হতে চলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
প্রসঙ্গত, গত বছর টি২০ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্বে ছিলেন রবি শাস্ত্রী। তার মেয়াদ শেষ হওয়ার পর রাহুল দ্রাবিড়কে কোচের পদে মনোনীত করা হয়। রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারত ৪৩টি টেস্ট খেলেছে। যার মধ্যে ২৫টিতে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ১৩টি ম্যাচ হেরেছে। ৫টি ড্র হয়েছে। কোচ শাস্ত্রীর অধীনে ৭৬টি ম্যাচ একদিনের ম্যাচ খেলে ৫১টি জিতেছে ভারত। ২২টি ম্যাচ হেরেছে। টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে আবার তাঁর কোচিংয়ে ৬৫টি ম্যাচ খেলে ৪৩টি ম্যাচ জিতেছে ভারত। ১৮টি ম্যাচ হেরেছেন কোহলিরা। সব মিলিয়ে তাঁর সময় কালে মোট ১৮৪টি ম্যাচের মধ্যে ভারত ১১৯টি ম্যাচই জিতেছে ভারত। ৫৩টি ম্যাচ হেরেছে। ৫টি ম্যাচ ড্র হয়েছে। সামগ্রিক পরিসংখ্যান ছাড়া রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারতীয় দলের অন্যতম বড় সাফল্য হল পরপর দুবার অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জয়। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণে রানার্সআপ হওয়া। ওডিআইতে অস্ট্রেলিয়ার, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়। তবে আইসিসি ট্রফিতে সাফল্য আসেনি শাস্ত্রীর কোচিংয়ে।
আরও পড়ুনঃচূড়ান্ত ফ্লপ ভারতীয় বোলিং, ২০৮ তারা করে অনায়াসে জিতল অস্ট্রেলিয়া
আরও পড়ুনঃঅজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচে কেন হারতে হল ভারতকে, কারণ জানালেন রোহিত শর্মা