দুর্গাপুজোয় ৯দিনের মধ্যে ৮ দিনই তৈরি হচ্ছে বিশেষ বিরল যোগ, পূজা করলে মিলবে সেরা ফল

৮ দিনের একটি খুব বিরল যোগ তৈরি হচ্ছে, যা দেবীর পূজার জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এই যোগে মা গৌরীর পূজা করলে সেই ব্যক্তির সমস্ত সমস্যা দূর হয়। 

আজ থেকে শারদীয়া দেবীপক্ষে শুরু হয়েছে। আশ্বিন মাসের দেবীপক্ষকে শারদীয়া দেবীপক্ষ বলা হয়। ঘটস্থাপনা থেকে মাতার আরাধনা শুরু হয় এবং নয় দিন ধরে যথাযথভাবে শক্তি সাধনা করা হয়।
এই বছর দেবীপক্ষের ৯ দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই নয় দিনে, ৮ দিনের একটি খুব বিরল যোগ তৈরি হচ্ছে, যা দেবীর পূজার জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এই যোগে মা গৌরীর পূজা করলে সেই ব্যক্তির সমস্ত সমস্যা দূর হয়। আসুন জেনে নেই শারদীয়া দেবীপক্ষের ৯ দিনের শুভ যোগ।

শারদীয় দেবীপক্ষে ২০২২ শুভ যোগ:
২৬ সেপ্টেম্বর ২০২২ - মা শৈলপুত্রী (প্রতিপদ)
শুক্লা যোগ ছিল - ২৫ সেপ্টেম্বর ২০২২, সকাল ৯ টা ৬ মিনিট থেকে - ২৬ সেপ্টেম্বর, ৮ টা ৬ মিনিট পর্যন্ত।
ব্রহ্ম যোগ - ২৬ সেপ্টেম্বর ২০২২, সকাল ৮ টা ৬ মিনিট থেকে- ২৭ সেপ্টেম্বর ২০২২, ৬ টা ৪৪ মিনিট পর্যন্ত।
২৭ সেপ্টেম্বর ২০২২ - মা ব্রহ্মচারিণী (দ্বিতীয় দিন)
ব্রহ্ম যোগ - ২৬ সেপ্টেম্বর ২০২২, ৮ টা বেজে ৬ মিনিট থেকে - ২৭ সেপ্টেম্বর ২০২২, ৬ টা ৪৪ মিনিট পর্যন্ত।
ইন্দ্র যোগ - ২৭ সেপ্টেম্বর ২০২২, ৬টা বেজে ৪৪ মিনিট থেকে- ২৮ সেপ্টেম্বর ২০২২, সকাল ৫ টা ৪ মিনিট পর্যন্ত।
দ্বিপুষ্কর যোগ - ২৭ সেপ্টেম্বর ২০২২, সকাল ৬ টা ১৭ থেকে - ২৮ সেপ্টেম্বর ২০২২, দুপুর ২ টো ২৮ পর্যন্ত।
২৯ সেপ্টেম্বর ২০২২ - মা কুষ্মান্ডা (চতুর্থ তারিখ)
রবি যোগ - ২৯ সেপ্টেম্বর ২০২২, সকাল ৫ টা ৫২ মিনিট থেকে - ৪০ সেপ্টেম্বর ২০২২, সকাল ৫ টা ১৩  মিনিট পর্যন্ত।
৩০ সেপ্টেম্বর ২০২২ - মা স্কন্দমাতা (পঞ্চমী তিথি)
সর্বার্থ সিদ্ধি যোগ - ৩০ সেপ্টেম্বর ২০২২, সকাল ৫ টা ১৩ মিনিট থেকে - ১ অক্টোবর ২০২২, সকাল ৪ টা ১৯ মিনিট পর্যন্ত।
প্রীতি যোগ - রাত ১২ টা ৫৬ মিনিট থেকে- ১০ টা ৩৩ মিনিট পর্যন্ত (৩০ সেপ্টেম্বর ২০২২)
১ অক্টোবর ২০২২ - মা কাত্যায়নী (ষষ্ঠী তারিখ)
রবি যোগ - সকাল ৪ টা ১৯ মিনিট - সকাল ৬ টা ১৯ মিনিট পর্যন্ত (১ অক্টোবর ২০২২)
আয়ুষ্মান যোগ - ৩০ সেপ্টেম্বর ২০২২, রাত ১০ টা ৩৩ মিনিট থেকে- ১ অক্টোবর ২০২২, রাত ৭ টা ৫৯ মিনিট পর্যন্ত।
২ অক্টোবর ২০২২ - মা কালরাত্রি (সপ্তমী তিথি)
সৌভাগ্য যোগ - ১ অক্টোবর ২০২২, রাত ৭টা ৪৯ মিনিট থেকে - ২ অক্টোবর ২০২২ বিকাল ৫ টা ১৪ মিনিট পর্যন্ত।
সর্বার্থ সিদ্ধি যোগ - ২ অক্টোবর ২০২২, সকাল ৬ টা ২০ মিনিট থেকে - ৩ অক্টোবর ২০২২, রাত ১ টা ৫৩ মিনিট পর্যন্ত।
৩ অক্টোবর ২০২২ - মা মহাগৌরী (অষ্টমীর তারিখ)

Latest Videos

আরও পড়ুন- দুর্গাপুজা ও তার পরবর্তী সময় এই ৫ রাশির জন্য খুব চাপের হতে পারে, দেখে কোন রাশি আছে এই

আরও পড়ুন- দুর্গাপুজোর সময় থেকে বাকি বছরটা এই ৪ রাশির জন্য অত্যন্ত শুভ, জেনে নিন কারা আছেন 

আরও পড়ুন- এই বছর মা দুর্গার আগমণ হবে 'হাতিতে' চড়ে, জেনে নিন মায়ের প্রতিটি বাহনের গুরুত্ব

শোভন যোগ - ২ অক্টোবর ২০২২, বিকাল ৫ টা ১৪ মিনিট থেকে - ২ অক্টোবর  দুপুর ২ টো ২২ মিনিট পর্যন্ত। 
৪ অক্টোবর ২০২২ - মা সিদ্ধিদাত্রী (নবমী তারিখ)
রবি যোগ - সারাদিন
৫ অক্টোবর ২০২২ - দুর্গা প্রতিমা বিসর্জন
রবি যোগ - সকাল ৬ টা ২১ মিনিট থেকে - রাত ৯ টা ১৫ মিনিট পর্যন্ত।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
তুমুল প্রতিবাদ! চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh | ISKCON
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
'চিন্ময় প্রভুকে মুক্তি দাও, না হলে সব পরিষেবা বন্ধ করে দেবো' চরম হুঁশিয়ারি Suvendu Adhikari-র