সব কিছু ছাপিয়ে সন্ধ্যাদির-র নাম আসে, এমনই জানালেন মাধবী মুখোপাধ্যায়

প্রতিদিনই তিনি সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee) শরীরের খবর নিতেন। শনিবার পর্যন্ত শিল্পীর খোঁজ খবর নিয়েছেন। শুনেছিলেন তিনি ভালো আছে। এবার হয়তো বাড়ি ফিরবেন। রবিবার এবং সোমবার শুধু খবর নেওয়া হয়নি তাঁর। তারপর এই সংবাদ।

সহজ, সরল মানুষ ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর স্বামী শ্যামলবাবু ওঁনার খুব খেয়াল রাখতেন। আজেবাজে গান গাইতে দিতেন না। মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee) জানিয়েছেন, প্রতিদিনই তিনি সন্ধ্যা মুখোপাধ্যায়ের শরীরের খবর নিতেন। শনিবার পর্যন্ত শিল্পীর খোঁজ খবর নিয়েছেন। শুনেছিলেন তিনি ভালো আছে। এবার হয়তো বাড়ি ফিরবেন। রবিবার এবং সোমবার শুধু খবর নেওয়া হয়নি তাঁর। তারপর এই সংবাদ। 

সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee) প্রয়াণে গণমাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিয়েছেন শিল্পী। মন্তব্য করেছেন পদ্মশ্রী পুরষ্কার নিয়ে। মাধবী মুখোপাধ্যায় বলেন, ওর চলে যাওয়ার আগে যে পুরস্কার দেওয়া হল, যে ঘটনা ঘটল তার কি সত্যিই উচিত ছিল। মাধবী দেবীর মতে, এই পুরস্কার দিয়ে তাঁকে অপমান করা হয়েছে। 

মাধবী দেবীর মতে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee) গান শুনেই তিনি সঙ্গীত শিখেছিলেন। সন্ধ্যা মুখোপাধ্যায় সুচিত্রা সেনের গলায় যখন গান গাইতেন, তখন মনে হত সুচিত্রা সেনই গাইছেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গানগুলোর মধ্যে, ‘গানে মোর কোন ইন্দ্রধনু’, ‘তমল বনে এ সখী এ দুজনে’, ‘হয়তো কিছুই নাহি পাব’, ‘তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব’,-র মতো গানগুলো আর কেউ এমন ভাবে গাইতে পারবেন না বলে মনে করেন মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। শিল্পীর মতে, সব কিছু ছাপিয়ে সন্ধ্যাদির-র নাম আসে। 

আজ নিভে গেল সেই সন্ধ্যা প্রদীপ।  বাইপাসের ধারে এক বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ৯০ বছরে পথচলা শেষ হল সন্ধ্যা মুখোপাধ্যায়ের(Sandhya Mukherjee)। বাংলা গানে স্বর্ণযুগের শিল্পীদের শেষ তারকা নিভে গেল। গত ২৬ জানুয়ারি বুধবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েছিলেন প্রবাদ প্রতিম সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তারপর তাঁকে এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা করলে করোনা ধরা পড়ে। তখন বাইপাসের ধারে এক বেসরকারী হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করে হয়। তারপর যদিও তিনি করোনা মুক্ত হয়েছিলেন। এদিকে তাঁর কোমরের ভাঙা হাড়ের অস্ত্রোপচার হয় ১১ ফেব্রুয়ারি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, ফুসফুসে (Lungs) সংক্রমণ হয়েছিল তাঁর। চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা ক্রমশ স্থিতিশীল হয়েছিল। সোমবার রাত থেকে তাঁর পেটে ব্যথা শুরু হয়। সঙ্গে কমতে থাকে রক্তচাপ। মঙ্গলবার (Tuesday) সকালে আইসিইউ-তে (ICU) স্থানান্তরিত করা হয় শিল্পীকে। শেষে মঙ্গলবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

আরও পড়ুন: শ্যামল গুপ্তের হাতে নিজেকে সঁপে দিয়ে নিশ্চিন্তে গান নিয়ে জীবন কাটিয়েছেন সন্ধ্যাপিসি, সৈকত মিত্র

Latest Videos

আরও পড়ুন: গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত, বললেন প্রধানমন্ত্রী মোদী

আরও পড়ুন: গান ছাড়া কিছু বুঝতেন না সন্ধ্যা মুখোপাধ্যায়, সঙ্গীতই তাঁর সব ছিল, বললেন মালা রায়

Share this article
click me!

Latest Videos

Hooghly-তে ফের কেন্দ্রীয় বাহিনী নিয়ে ED-র বড়সড় অভিযান! এলাকায় উত্তেজনা তুঙ্গে | Hooghly News Today
‘Bangladesh Pakistan-এর মতো অন্ধকারে নেমে যাবে’ ঝাঁঝালো মন্তব্য BJP নেতা Samir Mondal-এর
৪ বছর আগে কি ঘটেছিল? ৭ জন শয়তানের চরম সাজা দিল আদালত! দেখুন | Chinsurah News | Hooghly News
Chinmay প্রভুর মুক্তির দাবিতে বাংলাদেশ হাই কমিশন অভিযান Suvendu-দের, দেখুন ভিডিও
'পশ্চিমবঙ্গের হিন্দুদেরও Bangladesh-র মত অবস্থা হবে' Mamata-র দিকে আঙ্গুল তুলে আশঙ্কা Agnimitra-র