ফিফাকে চিঠি দিল সর্বভারতী ফুটবল সংস্থা, কী রয়েছে চিঠিতে, জানুন বিস্তারিত

Published : Aug 23, 2022, 08:43 PM IST
ফিফাকে চিঠি দিল সর্বভারতী ফুটবল সংস্থা, কী রয়েছে চিঠিতে, জানুন বিস্তারিত

সংক্ষিপ্ত

কেন্দ্রের আর্জি ও ফিফার নিয়মের কথা মেনে প্রশাসক কমিটি বা কোয়া (COA) ভেঙে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এরপরই ফিফাকে চিঠি লিখে নির্বাসন প্রত্যাহারের আবেদন করল সর্বভারতীয় ফুটবল সংস্থা (All India Football Federation)।  

ভারতীয় ফুটবল অন্ধকার থেকে ফের আলোয় ফেরার পথে হাঁটা শুরু করেছে। ফিফার নির্বাসন প্রত্যাহার করতে গেলে যে নিয়মগুলি মানতে হবে সেই লক্ষ্যে কাজও শুরু হয়ে গিয়েছে। সোমবার শীর্ষ আদালত কেন্দ্রের আর্জি ও ফিফার নিয়মের কথা মেনে প্রশাসক কমিটি বা কোয়া ভেঙে দেয়। পুরনো রায় সংশোধন করে প্রশাসক কমিটি ভেঙে দেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এ এস বোপান্নার নেতৃত্বাধীন বেঞ্চ। একই সঙ্গে শীর্ষ আদালত জানায়, এই পরিস্থতিতে সর্বভারতীয় ফুটবল সংস্থার কাজ দেখাশোনা করবে সেক্রেটারি জেনারেল।  আগামি ২ সেপ্টেম্বর হতে চলেছে ফেডারশনের নির্বাচন। প্রশাসক কমিটি ভেঙে দিতেই ও নির্বাচনী প্রক্রিয়া শুরু হতেই ফিফার কাছে নির্বাসন প্রত্যাহার  করার জন্য আর্জি জানাল সর্ব ভারতীয় ফুটবল সংস্থা।

এআইএফেএফের তরফে কার্যনির্বাহী সচিব সুনন্দ ধর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাকে যে চিঠি দিয়েছেন তাতে বলা হয়েছে, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সুপ্রিম কোর্ট বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছেন। প্রশাসক কমিটিকে সরিয়ে দিয়ে ভারতীয় ফুটবলের কার্যভার এআইএফএফ-এর হাতেই তুলে দেওয়া হয়েছে। নিয়ম মেনে খুব তাড়াতাড়ি নির্বাচন করা হবে।’ ফিফার সচিব ফাতমা সামৌরাকে লেখা চিঠিতে ভারতীয় ফুটবলের নির্বাসন তুলে নেওয়ার বিষয়ে সুনন্দ ধর লিখেছেন,‘নির্বাসন তোলার জন্য ফিফা যা যা শর্ত দিয়েছিল সেগুলো মেনে নেওয়া হয়েছে। তাই আমরা অনুরোধ করছি ভারতীয় ফুটবলের উপর থেকে নির্বাসন তুলে নেওয়া হোক। তা হলে এআইএফএফ সুষ্ঠু ভাবে ভারতীয় ফুটবলকে পরিচালনা করতে পারবে।’ 

প্রসঙ্গত, সর্বভারতীয় ফুটবল সংস্থার নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে রিটার্নিং অফিসার উমেশ সিন্‌হা বিস্তারিত নোটিস দিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেবে তিনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারশনের নির্বাচনের দিন ২ সেপ্টেম্বর ঘোষণা করেছেন। শীর্ষ আদালত বলেছিল সেপ্টম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন করতে হবে। এর আগে মনোনয়ন জমা নেওয়া হয়েছিল। তবে আদালতের নির্দেশ মেনে সেই প্রক্রিয়াও নতুন ভাবে করা হচ্ছে। জানানো ২৫ অগাস্ট থেকে ২৭ অগাস্টের মধ্যে মনোয়ন জমা দিতে হবে। ২৮ তারিখ সক মনোনয়নের স্ক্রুটিনি করা হবে। মনোনয়ন প্রত্যাহারের দিন ২৯ অগস্ট। তার পরে ৩০ অগস্ট এআইএফএফ-এর ওয়েবসাইটে প্রার্থীদের তালিকা জানিয়ে দেওয়া হবে। ২ তারিখ নির্বাচনের পর সেই দিন বা তার পরের দিন ফল ঘোষণা করা হবে। এখন সর্বভারতীয় ফুটবল সংস্থার নির্বাচন হওয়া, নতুন প্রশাসক ক্ষমতায় আসা ও ফিফার নির্বাসন ওঠার অপেক্ষায় গোটা দেশ।

আরও পড়ুনঃ'ভারতীয় ফুটবলকে ধ্বংস করার চেষ্টা করেছেন', প্রফুল প্যাটেলকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট

আরও পড়ুনঃভারতীয় ফুটবলের নির্বাসন ওঠার পথে আশার আলো, প্রশাসক কমিটি ভেঙে দিল শীর্ষ আদালত

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?