এটিকের রেজিস্ট্রেশন বাতিল করতে চলেছে আইএফএ

  • মোহনবাগান ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এটিকে
  • নয়া দল হিসেবে প্রকাশ পেয়েছে এটিকে মোহনবাগান
  • যার ফলে আর কোনও অস্তিত্ব থাকছে না এটিকের
  • সেই কারমে এটিকের রেজিস্ট্রেশন বাতিল করচে আইএফএ
     

আইএসএলের প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন হয়ে সকলের নজর কেড়েছিল এটিকে। তারপর দেখতে দেখেত তিনবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে। আইএসএলের সংক্ষিপ্ত ইতিহাসে অন্যতম সফল দলের তকমাও তাদেরই দখলে। কসকাতা তথা বাংলার নতুন ফুটবল শক্তি হিসেবে নিজেদের তুলে ধরেছিল এটিকে। এটিকে যাত্রা না থামলেও, চলতি বছরে মোহনবাগানের সঙ্গে চুক্তবদ্ধ হয়েছে তিনবারের আইএসএল চ্যানম্পিয়ানরা। ৫ বার দেশের সেরা লিগ জেতা ক্লাবের সঙ্গে গাঁটছড়া বেধে এটিকে মোহনবাগান হিসেবে নতুন নামে আত্মপ্রকাশ করেছে দল। এটিকে মোহনবাগান ভারতীয় ফুটবলে নতুন ইতিহাস লিখবে কিনা তা তো ভবিষ্যৎই বলবে। কিন্তু এটিকের অস্তিত্ব মুছে যেতে বসেছে বাংলা তথা ভারতীয় ফুটবল থেকে।

আরও পড়ুনঃসুপ্রিম কোর্টে ঝুলে রইল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাগ্য,ধোঁয়াশায় বিসিসিআই

Latest Videos

এটিকে বলে আলাদা কোনও দল না থাকায় বাংলার ফুটবল সংস্থা থেকে নিজেদের রেজিস্ট্রেশন বাতিল করতে চাওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। অন্যদিকে, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনে চিঠি দিয়ে মোহনবাগান জানিয়ে দিয়েছে, তাদের নথিভূক্ত করা হোক নতুন নামে। আইএফএ-তে এটিকের রেজিস্ট্রেশন ছিল কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড নামে। মোহনবাগনের রেজিস্ট্রেশন ছিল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব হিসেবে। কিছুদিন আগেই এটিকে ও মোহনবাগান গাঁটছড়া বেঁধে এক হয়ে গিয়েছে। তারা মাঠে নামবে এটিকে-মোহনবাগান নামে অভিন্ন দল হিসেবে। এবার রাজ্য সংস্থায় নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল তারা। হিসাব মতো এটিকে ও মোহনবাগান, আলাদা আলাদা দল হিসেবে কারও অস্বিস্ত নেই। এক্ষেত্রে আইএফকে চিঠি দিয়ে এটিকে নিজেদের অনুমোদন বাতিল করার অনুরোধ জানায়। মোহনবাগান রেজিস্ট্রেশন বাতিল না করে এটিকে-মোহনবাগান হিসেবে নতুন নামে পরিচিত হওয়ার আবেদন করে।

আরও পড়ুনঃ২৪ ঘণ্টা যেতে না যেতেই ভোলবদল,বিজেপি ছাড়লেন মেহতাব হোসেন, বিপাকে পদ্ম শিবির

আরও পড়ুনঃ২০২০-২১ মরশুমের আইলিগ হতে চলেছে ফুটবলের মক্কা কলকাতায়

যদিও এইসব কিছু নিয়ে ভাবতে নারাজ বর্তমানে এটিকে মোহনবাগান কর্তারা। মরসুমে ভাল দলগড়া ও ভাল ফল করাই লক্ষ্য এটিকে মোহনবাগানের। ইতিমধ্যেই কলকাতা লিগেও যে দল এটিকে মোহনবাগান নামে খেলবে সেই কথাও জানিয়ে দেওয়া হয়েছে। মোহনবাগান মাঠকেও ঢেলে সাজানোর কথা বলা হয়েছে এটিকের পক্ষ থেকে। ফলে বর্তমানে নাম নয়, নিজেদের খেলার মাধ্যমেই ভারতীয় ফুটবলে নয়া নজির গড়তে বদ্ধপরিকর এটিকে মোহনবাগান।

Share this article
click me!

Latest Videos

বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু