অন্তত তিনজন ক্রিকেটারের নির্বাচন ভুল হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা - হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং রাহুল চাহার। হার্দিক তাঁর সেরা ফর্মের ধারেকাছেও ছিলেন না, সবাই জানতেন। টিম ম্য়ানেজমেন্ট ব্যাট হাতে তাঁর ধ্বংসাত্মক ক্ষমতার উপর আস্থা রেখেছিল, কিন্তু আফগানিস্তানের বিপক্ষে একটি ক্যামিও ইনিংস ছাড়া কিছুই করতে পরেননি তিনি। হাতের কাছেই ভেঙ্কটেশ আইয়ার, শার্দুল ঠাকুররা ছিলেন। গতি কমে গিয়েছে, ফিটনেসও বারবার ভোগাচ্ছে ভুবনেশ্বর কুমারকে। সানরাইজার্স হায়দরাবাদের হয়েই আইপিএল ২০২১-এর দ্বিতীয় লেগে তাঁর রান আটকানোর এবং উইকেট নেওয়ার ক্ষমতা যে কমে গিয়েছে, তা ধরা পড়েছিল। তাও হর্ষল প্যাটেল বা আবেশ খানদের নেওয়া হয়নি। তরুণ লেগ-স্পিনার রাহুল চাহারকে নেওযা হয়েছিল যুজবেন্দ্র চাহালকে বাদ দিয়ে। দুটি প্রস্তুতি ম্যাচ ছাড়া তাঁকে খেলানোই হয়নি। আইপিএল-এ প্রতি ম্যাচেই উইকেট নিয়েছিলেন চাহাল, মাঝের ওভারে ভয়ঙ্কর ছিলেন। প্রথম দুই ম্যাচে ভারতীয় বোলারদের ভেদ শক্তির ক্ষমতা দলকে ভুগিয়েছে। কেন চাহালকে উপেক্ষা করে রাহুল চাহারকে খেলানো হল, তা সত্য়িই রহস্য।