বানাতে পারেন চকোলেট কুকিজ। এর জন্য প্রয়োজন, মাখন (১০০ গ্রাম), ক্যাস্টর চিনি (১২৫ গ্রাম), ডিম (১টি), মিহি করা আটা (১৫০ গ্রাম), ফল (১৫০ গ্রাম), ভ্যানিলা এসেন্স (১০ মিলি) , বেকিং সোডা (৫ গ্রাম)। রাখী উৎসবে ভাইকে উপহার দিন বাড়িতে বানানো কুকিজ। সুন্দর সুসজ্জিত বাক্সে ভরে তা উপহার দিতে পারে।