বাড়িতে ওজন ঝড়িয়ে ফেলতে সারাক্ষণ চলে কঠিন পরিশ্রম। ওজন কমানোর কথা মাথায় এলে সকলেই নিজেদের খাদ্যতালিকায় পরিবর্তন আনে। ডায়েটিং এর নামে অর্ধেক খেয়ে থাকেন। এর সঙ্গে চলে এক্সারসাইজ। কেউ ভোর বেলা উঠে হাঁটেন। তবে, এই সব করেও সব সময় লাভ হয় তা নয়। ওজন কমাতে গেলে সবার আগে প্রয়োজন রোজ ৭ থেকে ৮ ঘন্টা ঘুমের। ডায়েটিং এর সময় ঘুম ঠিক না হলে এর প্রভাব পড়ে ওজনের ওপর। ওজন কমার বদলে বেড়ে যাবে। জেনে নিন কেন ডায়েটিং এর সময় নির্দিষ্ট সময় ঘুমানোর পরামর্শ দেওয়া হয়ে থাকে। রইল ঘুম নিয়ে বিশেষ কয়টি তথ্য।