সদ্য যুক্তরাষ্ট্রে ৫ শিশু মৃত্যুর খবর নজর কেড়েছে সকলের। যুক্তরাষ্ট্রে শতাধিক শিশুর শরীরে রহস্যজনক ও গুরুতর যকৃতের সমস্যা পাওয়া গিয়েছে। এর মধ্যে পাঁচ জন শিশু মারাও গিয়েছেন। জানা গিয়েছে, যে সকল শিশুর শরীরে এই রোগ মিলেছে তাদের সকলেরই বয়স তিন বছরের কমষ এধের প্রায় সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের যকৃত উপস্থাপন করা হয়েছে। চলতি সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো সহ বিশ্বের ২০টি দেশে প্রায় ৩০০ শিশুর শরীরে সম্ভাব্য গুরুতর হেপাটাইটিস রোগ পাওয়া গিয়েছে। এর পরই উদ্বেগ বেড়েছে সর্বত্র। বর্তমানে বহু মানুষ হেপাটাইটিস রোগে আক্রান্ত হচ্ছেন। হেপাটাইটিস ভাইরাসগুলো এ, বি, সি, ডি ও ই নামে পরিচিত।