হাড়ে ব্যাথা, হাঁটুতে ব্য়াথা বা শরীরের গাঁটে গাঁটে ব্যথা। এই রোগীর সন্ধান এখন আমার আপনার সবার বাড়িতে পেয়ে যাবেন। যারা এই সমস্য়ায় ভোগে তারাই একমাত্র বুঝতে পারে এর কষ্ট। অনেক ওষুধ খেয়েছেন কিন্তু ফল হচ্ছে না। আপনার খাওয়ার অভ্য়াসের কারণে এমনটা হচ্ছে না তো। ওষুধের (Medicine) সঙ্গে নজর রাখুন আপনার খাদ্য তালিকার (Food Chart) উপরও। এমন কিছু খাবার রয়েছে যেগুলি আপনার খাদ্যা তালিকায় থাকলে কোনও দিন নিরাময় পাবেন না এই যন্ত্রণা থেকে। আবার এমন কিছু জিনিস রয়েছে যেগুলি খেলে অনেকটা আরাম পাবেন এই অসহ্য জয়েন্ট পেইন (Joint Pain) থেকে। তাহলে দেখে নিন জয়েন্ট পেইনের জন্য কী খাবেন আর কী খাবেন না।