আবহাওয়া বদলাচ্ছে। শীত চলে যাওয়া এবং গরমের আগমনে ঘরে ঘরে বাড়ছে সর্দি-কাশির সমস্যা। তারপর ঠান্ডা লাগলেই শুরু হয় গলা ব্যথা। গলা ব্যথা হলেই ঢোক গিলতে অসুবিধা হয়। এই ব্যথা সাধারণত টনসিলের কারণেই হয়। তবে শুধু গলা ব্যথাই নয়, মাঝে মাঝে মুখে দুর্গন্ধও হয়। অ্যান্টিবায়োটিক ছাড়াও ঘরোয়া উপায়ে কীভাবে টনসিল কমানো যায়, জেনে নিন বিস্তারিত।