এই ব্লাড গ্রুপের মানুষেরা ডায়াবিটিসে আক্রান্ত হন সবচেয়ে বেশি, আপনি নেই তো সেই তালিকায়

ডায়াবিটিসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ভারতের মতো দেশে, ডায়াবিটিস হল সবচেয়ে দ্রুত বেড়ে চলা রোগগুলির মধ্যে একটি। একবার ডায়াবিটিস হওয়া মানেই জীবন থেকে একধাক্কায় অনেক কিছু বাদ। ডায়াবেটিসের ২ রকমের ধরণ রয়েছে। তবে জানেন কি,বিশেষজ্ঞদের মতে, এই ব্লাড গ্রুপের মানুষদেরই ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি থাকে। জেনে নিন আপনি নেই তো সেই তালিকায়।
 

Riya Das | Published : Mar 17, 2021 7:34 AM IST
18
এই ব্লাড গ্রুপের মানুষেরা ডায়াবিটিসে আক্রান্ত হন সবচেয়ে বেশি, আপনি নেই তো সেই তালিকায়

ডায়াবিটিসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ভারতের মতো দেশে, ডায়াবিটিস হল সবচেয়ে দ্রুত বেড়ে চলা রোগগুলির মধ্যে একটি। 

28

বিশেষজ্ঞদের মতে, এই ব্লাড গ্রুপের মানুষদেরই ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি থাকে। 

38

২০১৪ সালে ডায়াবেটোলজিয়ায় প্রকাশিত সমীক্ষা অনুসারে, ইউরোপীয় অ্যাসোসিয়েশনের জার্নালে 'O' গ্রুপের রক্তের মানুষ অন্যান্য গ্রুপের তুলনায় টাইপ -২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকটাই কম।

 

48

তবে যাদের রক্তের গ্রুপ 'O' নয় তাদের টাইপ -২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি।

58

গবেষণায় ৮০,০০০ মহিলার রক্তের ধরণ এবং টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে কিনা তা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ৩৫৫৩ জন লোকের টাইপ ২ ডায়াবেটিস ধরা পড়ে। এদের প্রত্যেকেরই রক্তের গ্রুপ 'O' নয়।

68

গবেষণায় আরও দেখা গেছে, যাদের  রক্তের গ্রুপ 'B', সেইসব মহিলাদের টাইপ -2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ১০ শতাংশ বেশি। 

78

মহিলাদের মধ্যে রয়েছে রক্তের গ্রুপ 'O' নেগেটিভ, তাঁদের সম্ভাবনা আবার অনেকটাই কম।

88

রাতে আট ঘন্টার বেশি ঘুম রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণের ক্ষমতা হারায়। যার ফলে টাইপ ২ ডায়াবেটিসের আশঙ্কা বেড়ে যায়। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos