ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল। শুক্রবার সন্ধ্যায় সরকারি পরিসংখ্যান থেকে এই তথ্য সামনে এসেছে। সেই সঙ্গে এই মারণ ভাইরাসের গ্রাসে দেশে মৃতের সংখ্যা ৩০,০০০ ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতেও অবশ্য আশার খবর শোনালেন দিল্লির এমস-এর ডিরেক্টর। করোনাভাইরাসের মোকাবিলায় গঠিত ‘ন্যাশনাল টাস্ক ফোর্স অন কোভিড-১৯’ এর অন্যতম সদস্য রণদীপ গুলেরিয়া জানান দেশের তিন শহর দিল্লি, মুম্বই ও আহমেদাবাদে সংক্রমণ কমছে।