গত ১৫ অগাস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের শাসন ক্ষমতা পুনর্দখল করেছিল তালিবানরা। তারপর থেকে অনেক টালবাহানার পর মঙ্গলবার রাতে তারা তত্ত্বাবদায়ক সরকার গঠন করেছে। প্রধাণত তালিবানদের তিন গোষ্ঠী - দোহা ইউনিট, কান্দাহার গোষ্ঠী এবং হাক্কানি নেটওয়ার্কের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বেই সরকার গঠন করতে এতটা দেরি হল তাদের। নতুন সরকারে পাল্লা ভারি হাক্কানিদেরই। তবে দোহা ইউনিট এবং কান্দাহার গোষ্ঠীর উপস্থিতিও রয়েছে। দেখে নেওয়া যাক মোল্লা মহম্মদ হাসান আখুন্দের নেতৃত্বাধীন নয়া আফগান সরকারের সর্বাধিক গরুত্বপূর্ণ ৬ ব্যক্তিত্বকে -