তালেবানদের দীর্ঘদিনের মুখপাত্র, জাবিউল্লা মুজাহিদ। এক দশকেরও বেশি সময় ধরে নিয়মিত তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে আত্মঘাতী হামলার বিবরণ থেকে শুরু করে তালিবান গোষ্ঠীর কার্যক্রমের বিভিন্ন তথ্য দিয়ে তাকে সে। কাবুল বিজয়ের পরও তা অব্যাহত রয়েছে। তবে, তালিবানরা বদলে গিয়েছে, গোটা বিশ্বকে কয়েক মুহূর্তের জন্য হলেও ভাবতে বাধ্য করেছে সে। মঙ্গলবার তালিবান মন্ত্রীসভার নামও ঘোষণা করেছে সেই। অথচ, ১৭ অগাস্ট কাবুলের পতনের পর তালিবানদের প্রথম সাংবাদিক সম্মেলনের আগে পর্যন্ত সংবাদমাধ্যম কি গোয়েন্দা বিভাগ, কারোর কাছে তার কোনো ছবি ছিল না। নতুন সরকারেও তথ্যমন্ত্রী হিসাবে প্রোপাগান্ডা প্রচারে মুখ্য ভূমিকা নেবে সে, এমনটাই মনে করা হচ্ছে।