তালিবানরা মুখে অন্যরকম প্রতিশ্রুতি দিলেও, তারা আফগানিস্তানে ক্ষমতায় ফেরার পর থেকেই নিয়মিত নিপীড়নের শিকার হচ্ছেন আফগান মহিলারা। তারা ক্ষমতা দখল করার অল্প সময়ের মধ্যেই, মহিলাদের ধরে ধরে হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছে, চাকরি ছেড়ে একেবারে শূন্য থেকে শুরু করতে হয়েছে। আর তালিহানি শাসনের এই ধুসরতার প্রতিবাদে রঙকেই ব্যবহার করতে শুরু করেছেন আফগান মহিলারা। সোশ্যাল মিডিয়ায় 'আমার কাপড় স্পর্শ কোরো না' বা #DoNotTouchMyClothes নামে এক অভিনব প্রতারাভিযান শুরু করেছেন তাঁরা -