গরমে চুল নিয়ে হাজারও সমস্যা লেগেই থাকে। সারাক্ষণ স্ক্যাল্প ঘাম, এর থেকে বাজে গন্ধ ছাড়ে ছাড়ে মাথা থেকে। সঙ্গে অধিক চুল পড়া লেগেই আছে। এছাড়া খুশকির সমস্যা তো আছেই। সারাটা গরম চুল নিয়ে হাজারও সমস্যা। আর এই সব সমস্যার মধ্যে সব থেকে বেশি দেখা দেয় স্ক্যাল্পে চুলকানি। সব ধরনের স্ক্যাল্পেই এই সমস্যা দেখা যায়। ভালো করে শ্যাম্পু করেও কোনও লাভ নেই। সারাক্ষণ মাথা চুলকায়। এবার এই সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন ঘরোয়া টোটকা। গরমে স্ক্যাল্পের যত্ন নেওয়ার হদিশ রইল। জেনে নিন কীভাবে এই চুলকানি থেকে মুক্তি পাবেন। রইল ১০টি সহজ উপায়ের হদিশ।