চোখের চাহনি বলে দেবে কোনটা সত্যি আর কোনটা নয়, চাহনি দেখে জেনে নিন মনের কথা

মিথ্যা কথাকে সকলের ভয়। কেউ চান না ঠকে যেতে। কিন্তু, বিপরীতে থাকা মানুষটার মনে কী চলছে তা বোঝা বেশ কঠিন। তাই কেউ যদি মনে করে আপনাকে মিথ্যা বলবে তাহলে তার এই ভাবনা আপনি কিছুতেই পরিবর্তন করতে পারবেন না। তবে, অন্যের ওপর আপনার নিয়ন্ত্রণ নেই বলে যে আপনি ঠকে যাবেন এমন তো হতে পারে না। আজ রইল গুরুত্বপূর্ণ কয়টি টিপস। বিপরীতে থাকা মানুষটার চোখ দেখে বুঝে নিন সে সত্যি বলছে নাকি মিথ্যা।  

Sayanita Chakraborty | Published : Apr 5, 2022 7:27 AM IST
110
চোখের চাহনি বলে দেবে কোনটা সত্যি আর কোনটা নয়, চাহনি দেখে জেনে নিন মনের কথা

কেউ যদি কথা বলার সময় বারে বারে ডান দিকে তাকায়, তাহলে বুঝবেন কোনও একটা সমস্যা আছে। কেউ কোনও কথার উত্তর আন্দাজে দিলে বা বানিয়ে বললে তার চোখের দৃষ্টি বারে বারে ডানদিকে যায়। এমনকী, কেউ মিথ্যা বলালেও তার দৃষ্টি ডানদিকে যাবে। তাই কথা বলার সময় এই বিষয় খেয়াল রাখুন। 

210

আপনার বিপরীতে থাকা মানুষটা কি কোনও কথার উত্তরে বারে বারে বাঁ দিকে তাকাচ্ছে? কোনও ব্যক্তি যখন স্মৃতি চারণা করেন, তখন তার চোখ বারে বারে বাঁ দিকে যায়। কখনও কোনও ব্যক্তির চারণে এই বিষয় খেয়াল রাখলে বুঝতে পারবেন। স্মৃতি চারণার সময় অধিকাংশ ব্যক্তিই বাঁ দিকে তাকিয়ে থাকেন। 

310

কথা বলার সয় ব্যক্তির চোখ কি বারে বারে ডান ও ওপর দিকে যাচ্ছে? মূলত দুটি কারণে চাহনির এণন পরিবর্তন হতে পারে। কোনও ব্যক্তি যদি কাউকে মিথ্যা কথা বলে তাহলে বারে বারে সে ডান ও ওপর দিকে তাকায়। অথবা কোনও কথা বলার সময় সেই দৃশ্যটি মনে মনে কল্পনা করেন অনেকে। সেক্ষেত্রেও চোখে এমন লক্ষণ দেখা যায়। 

410

কোনও ব্যক্তি কথা বলার সময় বারে বারে ডানদিকে ও বাঁদিকে তাকালে বুঝবেন সে বানিয়ে বলছে। এমন চাহনি থেকে সতর্ক থাকুন। তা না হলে আপনিই বিপদে পড়তে পারেন। তাই কেউ কোনও বিষয় কথা বলার সময় কোন দিকে তাকায়, তার চোখের মনি কোন দিকে ঘোরা ফেরা করে সেদিকে খেয়াল রাখুন। 

510

আপনার অফিস কলিগ কিংবা বন্ধু কথা বলার সময় চোখ বড় করে? হয়তো আপনি কোনও বিষয় তাকে কিছু তথ্য দিচ্ছেন, এমন সময় দেখছেন সে কথা বলতে বলতে বারে বারে চোখ বড় করছে। এমন হলে বুঝবেন, আপনি যে বিষয় কথা বলছেন, সে তা শুনতে বেশ আগ্রহী। সে কারণে তার চোখে এমন পরিবর্তন দেখা যাচ্ছে। 

610

আমরা অনেকে মনে করি, কেউ চোখে চোখ রেখে কথা বলা মানে সে আত্মবিশ্বাসী। একথা পুরোপুরি সত্য নয়া। গবেষণায় জানা গিয়েছ, কথা বলার সময় কোনও ব্যক্তি চোখে চোখ রাখলে সে সৎ। আবার হতেও পারে সে জালিয়াতি করছে। তাই এই চাহনি দেখে সহজে নিশ্চিত হবেন না। অনেকেই ইচ্ছা করে চোখে চোখ রেখে কথা বলে। 

710

আপনার পরিচিত কেউ কথা বলার সময় কি চোখ রগরাচ্ছে? এটাকে আমরা আই ডিসঅর্ডার বলে থাকি। তবে, জানেন কি কোনও ব্যক্তি দুঃখ পেলে এমন চোখ রগরায়। অথবা আমাদের যখন দুর্বল লাগে, তখন আমরা এরকম করে থাকি। তাই ব্যক্তির মনের ভাবনা বুঝতে হলে তার অঙ্গ ভঙ্গির দিকে খেয়াল রাখুন।  

810

আপনার সঙ্গে কথা বলার সময় কেউ যদি বারে বারে নিচের দিকে তাকায়, তাহলে বুঝবেন সে নিজের সঙ্গে মনে মনে কথা বলছে। মনে মনে আমরা অনেকেই নিজের সঙ্গে কথা বলে থাকি। সেক্ষেত্রে চোখের চাহনিতে এমন পরিবর্তন হয়। তাই কার মনে কী চলতে তার বুঝতে চাইলে চোখের দিকে তাকান ভালো করে। 

910

মনে রাখবেন, চোখের চাহনি বলে দেয় কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। কোন ব্যক্তির মনে কী চলছে তা প্রকাশ পায় তার আচরণে। তাই ব্যক্তির কথার সত্যতা যাচাই করতে ভালো করে তাকে পর্যবেক্ষণ করুন। সে কথা বলার সময় কোন দিকে তাকায় তা দেখুন। এতে কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন ব্যক্তির মনের ভাবনা।

1010

চোখের চাহনি ছাড়া ব্যক্তির অঙ্গভঙ্গি বলে দেয় সে কোন বিষয় কী ভাবছেন। কে আত্মবিশ্বাসী, কে ভীতু সবই বোঝা যায় ব্যক্তির অঙ্গভঙ্গি থেকে। তাই এবার থেকে কারও আচরণ বিচার করার আগে দেখে নিন এই কয়টি বিষয়। এতে সহজে কেউ আপনাকে ঠকাতে পারবে না। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos