রেস্তোরাঁর খরচ কমান। প্রতি সপ্তাহে রেস্তোরাঁয় খাওয়া, কিংবা সুযোগ পেলেই অন লাইনে অর্ডার করার মতো কাজ অনেকেই করে থাকেন। তবে, খরচ কমাতে চাইলে সবার আগে নিজের দোকানের খাওয়ার খরচ কমান। বাড়িতে রান্না করলে যেমন খরচ কমবে, তেমনই সুস্থ থাকবেন। এবার থেকে মেনে চলুন এই টোটকা। সহজে টাকা সাশ্রয় হবে।