ক্রমে বেড়ে চলেছে বাজার মূল্য। বাড়ছে গ্যাসের দাম। সঙ্গে পেট্রোলের দাম চিন্তার ভাঁজ ফেলে মধ্যবিত্তের কপালে। সম্প্রতি, গ্যাসের দাম পার করেছে ১০০০-এর কোটা। ১০২৬ টাকায় বিকোচ্ছে সিলিন্ডার। এর সঙ্গে সবজির চড়া দাম। বর্তমানে বাজারে আলু প্রায় ৩০ টাকা কিলো, বেগুন ৮০ টাকা কিলো। এর সঙ্গে পটল, ঠ্যাঁরস সহ সব সবজিরই চড়া দাম। এই সময় অনেকেরই আয়ের থেকে ব্যয় হচ্ছে বেশি। একদিকে এই পরিমাণ খরচ তার ওপর রয়েছে ইএমআই, বাচ্চার স্কুলের খরচ-সহ আরও কত কী। প্রতি মাসে বাড়তি খরচ লেগেই আছে। এবার থেকে খরচ কমাতে মেনে চলুন এই বিশেষ টোটকা। সহজ কয়টি পদ্ধতি মেনে চললে প্রতি মাসে ব্যয় হবে কম, সঙ্গে ঘটবে সঞ্চয়।