এবার আসে কালো আই লাইনারের পালা। সাদা রঙের আই লাইনার ব্যবহারের পর কলো আই লাইনার নাগান। চোখের ওপর ও নীচের দুই পাতাতেই আই লাইনার দেবেন। চাইলে, কালোর পরিবর্তে সবুজ, ব্রোঞ্জ, মেকরুন, লাল, নীল কিংবা বেগুনি রঙের পেনসিল ব্যবহার করতে পারেন। চোখে যে রঙের ছোঁয়া দেবেন, সেই রঙের পেনসিল ব্যবহার করাই ভালো।