যে কোনও উৎসবে নজর কাড়ুক আপনার চোখের সৌন্দর্য, রইল চোখের সাজ পারফেক্ট করার উপায়

কাজল কালো চোখ সকলেরই নজর কাড়ে। তবে, রোজকার মেকআপ (Makeup) বলতে, সরু করে লাইনার (Eye Liner) আর কাজল। আর একটু বেশি সাজ বলতে মাস্কারার (Mascara) ব্যবহার। তবে, যে কোনও সাজের ক্ষেত্রেই চোখের সাজ গুরুত্বপূর্ণ। তা কোনও অনুষ্ঠানে যেতেই হোক কিংবা রোজের নো মেকআপ লুক (No Makeup Look)। চোখের মেকআপ যত পারফেক্ট হবে, তত ফুটে উঠবে আপনার সৌন্দর্য। আজ রইল কয়টি গুরুত্বপূর্ণ টিপস (Tips)। চোখের যে কোনও সাজ সুন্দর ভাবে ফুটে উঠবে এই টোটকায়। এবার থেকে চোখে রঙের ছোঁয়া দেওয়ার আগে মেনে চলুন এই টিপস। জেনে নিন কী কী। 

Sayanita Chakraborty | Published : Mar 16, 2022 1:06 PM
110
যে কোনও উৎসবে নজর কাড়ুক আপনার চোখের সৌন্দর্য, রইল চোখের সাজ পারফেক্ট করার উপায়

চোখের মেকআপ কারার প্রথম ধাপ হল আই প্রাইমার (Primar)। অনেকেই এই পদ্ধতি অনুসরণ না করে চোখের মেখআপ করে থাকেন। এক্ষেত্রে সহদে চোখের সাজ ফুটে ওঠে না। তাই এবার থেকে, প্রথেম আই প্রাইমার লাগান। মেকআপের শুরুতে পুরো মুখ ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপর শুষ্ক করে মুখে নিন। চোখের ওপর দিন আই প্রাউমার। 

 

 

210

এবার অবশ্যই ব্যবহার করুন কনসিলার। অনেকেরই চোখের নীচের অংশ কালো থাকে। তাই এবার হালকা করে কনসিলার লাগিয়ে নিন চোখের চারদিকে। কনসিলার ব্রাশ (Brush) বা বিউটি ব্লেন্ডার দিয়ে মেশাতে পারেন। যত ভালো করে কনসিলার মেশাবেন, তত ভালো ফুটে উঠবে চোখের সাজ। এর ওপর হালকা করে পাউডার পাফ করে নিন। এতে চোখের বাড়তি তেল শুষে নেবে।

 

310

চোখের সাজের ক্ষেত্রে ভালো ভাবে করুন বেস মেকআপ। এবার লাগান আইশ্যাডো বেস (Base)। একটি একটি জেলের মতো প্রোডাক্ট। এটি প্রাইমারের ওপর দিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। চাইলে তুলির সাহায্যে লাগাতে পারেন। অথবা আঙুলের ডগায় করে নিয়ে ড্যাব করে করে লাগান। এতে সহজে বসবে এই মেকআপ। হয়ে গেলে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

 

410

এবার লাগান সাদা রঙের আইলাইনার। সাদা আই লাইনার ব্যবহার করলে চোখ বড় দেখায়। সারা আই লাইনার চোখের নীচের পাতার ভিতরের অংশ ভালো করে লাগিয়ে নিন। চাইলে সাদা আইলাইনার দিয়েও চোখের সাজ ফুটিয়ে তুলতে পারেন। তবে, চোখের যে কোনও মেকআপের সময় ব্যবহার করুন সাদা আই লাইনার। 

510

এবার আসে কালো আই লাইনারের পালা। সাদা রঙের আই লাইনার ব্যবহারের পর কলো আই লাইনার নাগান। চোখের ওপর ও নীচের দুই পাতাতেই আই লাইনার দেবেন। চাইলে, কালোর পরিবর্তে সবুজ, ব্রোঞ্জ, মেকরুন, লাল, নীল কিংবা বেগুনি রঙের পেনসিল ব্যবহার করতে পারেন। চোখে যে রঙের ছোঁয়া দেবেন, সেই রঙের পেনসিল ব্যবহার করাই ভালো। 

 

 

610

এবার লাগান আই শ্যাডো। চোখের ওপরের অংশে পছন্দর রঙের শ্যাডো ব্যবহার করতে পারেন। এই সময় সঠিক ব্রাশ ব্যবহার করবেন। আর তা ব্যবহারে আগে পরিষ্কার করে নিয়ে শুকিয়ে নেবেন। আগের দিনের ব্যবহার করা শ্যাডোর রঙ যেন লেগে না থাকে, সেই বিষয় খেয়াল রাখুন। তা না হলে, পুরো সাজটাই মাটি হয়ে যাবে। 

710

শ্যাডো লাগানোর পর ব্যবহার করুন লাইনার (Liner)। লাইনার ব্যবহারের সময় অল্প অল্প করে তুলিয়ে নিয়ে তবেই চোখে লাগাবেন। বেশি পরিমাণ লাগালে তা ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। শ্যাডোর পর লাইনার ব্যবহার করা হয়। এই লাইনের সাহায্যে চোখে বিভিন্ন নকশা করতে পারেন। চাইলে কালোর পরিবর্তে অন্য রঙের লাইনারও ব্যবহার করতে পারেন।  

 

810

এবার আসে মাসকারার পালা। লাইনার শুকিয়ে গেলে তবেই ব্যবহার করুন মাস্কারার পালা। চোখের ল্যাশ যদি খুবই পাতলা হয়, তাহলে ব্যবহার করতে পারেন ফলস আইল্যাশ। সেই আইল্যাশ লাগানোর পরও হালকা করে মাস্কারা লাগিয়ে নেবেন। তা ব্যবহার করতে না চাইলে, নিজের চোখের ওপর ও নীচের দুই পাতাতেই লাগান মাস্কারা। এতে সুব সুন্দর ভাবে চোখের সাজ ফুটে উঠবে। 

 

910

কাজল কালো চোখ সকলেরই নজর কাড়ে। চোখের মেকআপ (Eye Makeup) যত আকর্ষণীয় হবে, তত সুন্দর ভাবে ফুটে উঠবে আপনার সাজ। পোশাক আর অনুষ্ঠানের কথা মাথায় রেখে সুন্দর ভাবে ফুটিয়ে তুলুন চোখের সাজ। চাইলে স্মোকি আই, ব্রাউন ও গোল্ড সফট আই মেকআপ, গোল্ড ফেস্টিভাল আই, সিম্পল ডে লুক, ব্লু আই শ্যাডো মেকআপের মতো একাধিক সাজ করতে পারেন।

 

1010

চোখের মেকআপ (Eye Makeup) যত আকর্ষণীয় হবে, তত সুন্দর ভাবে ফুটে উঠবে আপনার সাজ। পোশাক আর অনুষ্ঠানের কথা মাথায় রেখে সুন্দর ভাবে ফুটিয়ে তুলুন চোখের সাজ। ছোটখাটো ক্রটি ঢাকতে কনসিলার ব্যবহার করতে পারেন। শেষ মুহূর্তে লাইনার একটু ধেবড়ে গেলে বা বেঁকে গেলে কনসিলার দিয়ে ম্যানেজ করে নিন। চোখের মেকাআপর করার সময় সঙ্গে রাখুন পেপার টিস্যু। আর অবশ্যই ধৈর্য্য সহকারে চোখের সাজ করবেন। তা না হলে, নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা।  

 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos