চুলের যত্ন নিয়ে প্রতি মাসের মোটা অঙ্কের টাকা ব্যয় করি। গাঁটের কড়ি খরচ করে নিয়মির হেয়ার মাস্ক থেকে হেয়ার প্যাক সবই ব্যবহার করে থাকি। অনেকে তো প্রায়শই স্পা করেন। তবে, চুলের যত্নে যে সকল প্রোডাক্ট ব্যবহার করছেন, তা আপনার চুলের জন্য উপযুক্ত কি না ভেবে দেখেছেন কখনও। অধিকাংশ ক্ষেত্রেই আমরা ভুল প্রোডাক্ট কিনে ফেলি। সে কারণে চুলের একাধিক ক্ষতি হয়। কখনও অধিক শুষ্ক ভাব, কখনও খুশকি, কখনওবা ডগা ফাটা। এর সঙ্গে চুল পড়ার সমস্যা তো আছেই। এবার থেকে চুলের যত্ন নিতে সবার আগে বেছে নিন সঠিক প্রোডাক্ট। তা না হলে চুলের একাধিক সমস্যা বাড়বে। বর্তমানে চুল পড়া শুধু নয়। অকাল পক্কতার সমস্যাতেও ভুগছেন অনেকে। এই সবের কারণ চুলের জন্য অনুপোযুক্ত প্রোডাক্টের ব্যবহার। তাই মেনে চলুন এই বিশেষ টিপস। তা না হলে পরে সমস্যা পড়বেন।