চকোলেট দুনিয়ার অনেক দেশেই বিখ্যাত। তবে এদের মধ্যে বেলজিয়াম,সুইজারল্যান্ড,ইতালি ইত্যাদি দেশ চকলেটের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। নিউহস, লিন্ডট, লিওনিদাস, হারশে'স, ফেরারো, ক্যাডবেরি ইত্যাদি চকলেটের বিখ্যাত ব্র্যান্ড। চকোলেট পৃথিবীর জনপ্রিয়তম ফ্লেভারগুলোর একটি।