৮ বছর পর দুলর্ভ জয়ন্তী যোগ, জন্মাষ্টমীর শুভ দিনে এই ১০ টি কাজ নিষ্ঠাভাবে করলেই পাবেন কৃষ্ণের আশীর্বাদ

আজ জন্মাষ্টমী। জন্মাষ্টমী হল হিন্দুদের অন্যতম প্রধান উৎসব। গোকূলে দেবকীর অষ্টম গর্ভে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিনে বা অষ্টম তিথিতে জন্ম হয় কৃষ্ণের।  এরপরই এই তিথির মাহাত্ম্য বৃদ্ধি পায় অনেক বেশি। এই তিথির আর এক নাম গোকূল অষ্টমী। ইতিমধ্যেই জন্মাষ্টমীর আয়োজন শুরু হয়ে গিয়েছে। এই বছর জন্মাষ্টমীতে অতি উত্তম সংযোগ রয়েছে।  দীর্ঘ ৮ বছর পর দুলর্ভ জয়ন্তী যোগে পালিত হবে কৃষ্ণের জন্মোৎসব। মধ্যরাত্রিতে কৃষের জন্মাষ্টমী পালন করা হবে। জন্মাষ্টমীর শুভ দিনে  এই  ১০ কাজ করলেই কৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন। জেনে নিন বিশদে। 
 

Riya Das | Published : Aug 30, 2021 4:05 AM IST
110
৮ বছর পর দুলর্ভ জয়ন্তী যোগ, জন্মাষ্টমীর শুভ দিনে এই ১০ টি কাজ নিষ্ঠাভাবে করলেই পাবেন কৃষ্ণের আশীর্বাদ

জন্মাষ্টমীর দিন রাত ১২ টা নারের পায়েসে কৃষ্ণের বাল স্বরূপের জন্ম করান। এই পায়েসকে দেবকীর গর্ভের প্রতীক বলে মনে করা হয়।
 

210


কৃষ্ণের জন্মের পর শঙ্খের মধ্যে দুধ ভরে অভিষেক করুন। এবং এই দুধের মধ্যে দই, মধু , ঘি , গঙ্গাজল অবশ্যই রাখুন। এতে কৃষ্ণ প্রসন্ন হন।
 

310


কৃষ্ণের অভিষেক হওয়ার পরই তাকে নতুন পোশাক, মুকুট, বাশি সব দিয়ে সাজিয়ে তুলুন। তারপর সাজানো দোলনায় বসান শ্রীকৃষ্ণকে।

410


গোপালের প্রিয় খাবার হল মাখন ও মিছরি। কারণ এই দুটো খাবারই নন্দগোপালের ভীষণ প্রিয়। তাই ভোগের মধ্যে অবশ্যই মাখন ও মিছরি দিন।

510


জন্মাষ্টমীর পুজোর সময় তুলসী ব্যবহার করুন। এদিন ধর্মীয় কোনও স্থানে গিয়ে ফল ও অন্ন দান করলে শুভ বলে মানা হয়।
 

610


জন্মাষ্টমীর দিনে কৃষ্ণকে হলুদ বস্ত্র পরান এবং হলুদ চন্দন লাগান। এছাড়া হরসিঙ্গার, পারিজাত বা শেফালির ফুল অর্জন করুন।

710


জন্মাষ্টমীর দিনে  ১ থেকে ৫ বছরের মধ্যে কোনও বাচ্চাকে নিজের হাতে মাখন খাওয়ানো ভাল বলে মনে করা হয়। এতে কৃষ্ণ প্রসন্ন হয় এবং কৃষ্ণের আশীর্বাদও লাভ হয়।

810

জন্মাষ্টমীর দিনে কোনও গরু কিংবা বাছুরের প্রতিমা বাড়িতে এনে পুজো করলে কৃষ্ণ প্রসন্ন হয় এবং কৃষ্ণের আশীর্বাদও লাভ হয়।

910


জন্মাষ্টমীর ব্রত পালনের সময় নিয়ম মেনে পুজো করলে সুফল পাওয়া যায়। যেমন পুজোর প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ফুল,  পঞ্চগব্য, পঞ্চগুড়ি, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসীপাতা, দূর্বা, ধূপ, দীপ, পাট, বালি,তুলসীপাতা, দূর্বা, পঞ্চবর্ণের গুড়ো, মধু পর্কের বাটি, আসন-অঙ্গুরী সংগ্রহ করতে হয়।

1010


জন্মাষ্টমীর ব্রত পালনের সময় নিয়ম মেনে পুজো করলে সুফল পাওয়া যায়। যেমন পুজোর প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ফুল,  পঞ্চগব্য, পঞ্চগুড়ি, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসীপাতা, দূর্বা, ধূপ, দীপ, পাট, বালি,তুলসীপাতা, দূর্বা, পঞ্চবর্ণের গুড়ো, মধু পর্কের বাটি, আসন-অঙ্গুরী সংগ্রহ করতে হয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos