হিন্দুধর্মের বারো মাসে তোরো পার্বনের মধ্যে জন্মাষ্টমী হল অন্যতম প্রধান উৎসব। কৃষ্ণপ্রেমীদের জন্য ৩০ অগাস্ট দিনটার গুরুত্ব অনেক বেশি। গোকূলে দেবকীর অষ্টম গর্ভে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিনে বা অষ্টম তিথিতে জন্ম হয় কৃষ্ণের। এরপরই এই তিথির মাহাত্ম্য বৃদ্ধি পায় অনেক বেশি। এই তিথির আর এক নাম গোকূল অষ্টমী। জন্মাষ্টমীর দিন এই নিয়ম মেনে পুজো করলেই মনের বাসনা যেমন পূর্ণ হবে ,তেমনি দুঃখ-দুর্দশাও দূর হবে নিমেষে।