বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব মশা দিবস। প্রতি বছর ২০ অগস্ট পালিত হয় দিনটি। এক পরিসংখ্যানে দেখা গিয়েছে, প্রতি বছর প্রায় ৪৩৫,০০০ মানুষ ম্যালেরিয়া রোগে মাা যান। শুধু তাই নয়, সারা বিশ্বে প্রতি বছর প্রায় ২১৯ মিলিয়ন ম্যালেরিয়া আক্রান্ত হয় বলে মনে করা হয়। ১০০টিরও বেশি দেশে ম্যালেরিয়া পাওয়া গিয়েছে। প্রতি বছর বর্ষার মরশুমে বেড়ে চলে জীবাণুবাহী মশার সংক্রমণ। সেই প্রসঙ্গে সতর্কতা গড়তে পালিত হচ্ছে বিশ্ব মশা দিবস বা World Mosquito Day। কীভাবে এই রোগবাহী মশার জন্ম হয়, আর কীভাবে বা এই রোগের সংক্রমণ বৃদ্ধি পায়, তা প্রসঙ্গে সতর্ক করা হয় এই বিশেষ দিনে। দেখে নিন দিনটির মাহাত্ম্য।