‘ওঁ নমঃ শিবায়’ এই মহামন্ত্র জপ করা হয় । সেদিন রাত্রি জাগরণ করা হয় ও শিবের ব্রতকথা, মন্ত্র আরাধণা করা হয়। ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গ তথা সমস্ত শিবমন্দিরে এই পূজা চলে, তান্ত্রিকেরাও এইদিন সিদ্ধিলাভের জন্য বিশেষ সাধনা করে।
"যে সমস্যার কোনও সমাধান নেই, তার সমাধান শিব করে। শিব সত্য , শিব অসীম, শিব অনন্ত, শিব ভগবন্ত, শিব ওমকার, শিব ব্রহ্ম, শিব শক্তি, শিব ভক্তি। শুভ মহাশিবরাত্রি শুভ মহাশিবরাত্রি"