ভালো চাকরি করেও টাকা জমাতে পারেন না, মাসের অর্ধেক যেতে না যেতেই টাকা শেষ হয়ে যায়। এমন সমস্যা থেকে মুক্তি পেতে সঠিক প্ল্যান করে চলুন। মাসের শুরুতেই হিসেব করে নিন, কোন খাতে কত খরচ। আপনার ইএমআই, সরসার খরচ, সন্তানের খরচ কিংবা নিজের জন্য খরচ বরাদ্দ করে দেখুন কত টাকা থাকছে, তা মাসের শুরুতেই সেভিংক্স অ্যাকাউন্টে ফেলে দিন।