নতুন সৌরজগতের অন্যতম দূরবর্তী গ্রহ প্লুটো। তা নিয়ে নতুন গবেষণায় এই দেহের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য আবিষ্কার করা হয়েছে। এই গবেষণায় দেখা গিয়েছে যে প্লুটোর ল্যান্ডস্কেপ বরফের আগ্নেয়গিরি দিয়ে তৈরি এবং এর আকৃতি এমন যে সৌরজগতের অন্য কোথাও তা দেখা যায় না।