চুল ও ত্বকের যত্ন নিতে চলে কঠিন পরিশ্রম। কখনও প্যাক ব্যবহার, কখনও ব্যবহার করে থাকি মাস্ক। এই সবের সঙ্গে চলে নানা রকম প্রোডাক্টের ব্যবহার। এবার চুল ও ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন বাঁধাকপির রস। এতে আছে প্রচুর ম্যাগনেশিয়াম, আয়রন, সালফার এবং ক্যালসিয়াম পাওয়া যায়। যা ত্বক ও চুলের জন্য উপকারী। চুল পড়া, শুষ্ক চুলের সমস্যা দূর হবে এর গুণে। সঙ্গে ত্বকের যে কোনও সমস্যাও দূর করতে লাগান বাঁধাকপির রস। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।