ভারতের জাতীয় পশু অথচ প্রতিনিয়ম চোরা শিকারির লোভে প্রাণ হারচ্ছে এরা। বিশ্ব জুড়ে আজ পালিত হচ্ছে বাঘ দিবস। জানা গিয়েছে উত্তর প্রদেশের পিলিভিটে বাঘের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ১৫ বছর আগে পিলিভিটের বনাঞ্চলে বাঘের সংখ্যা কেবলমাত্র ২০ এর মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে ২০১০-এর পরে এই সংখ্যা দ্রুত বাড়তে শুরু করেছে। নতুন প্রযুক্তি সেন্সর ক্যামেরা থাকার ফলে বাঘের উপর নজরদারি রাখতে সুবিধা হয়েছে। ২০১৪ সালে ২৮ ফেব্রুয়ারী বন্যজীবন বিভাগের তরফে পিলিভিটট টাইগার রিজার্ভ হিসাবে নামকরণ করা হয়েছিল। এনটিসিএর দিকনির্দেশনা অনুসারে বর্তমানে এই অঞ্চলে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫ টা।