বেশিরভাগ স্কুলেই বন্ধুদের সঙ্গে খাবার শেয়ার করে খাওয়ার বিষয়টি শেখানো হয়। আর বন্ধুদের এতদিন পর দেখে তাদের খাবার চেখে দেখার লোভ সামলাতে পারে না অনেক বাচ্চাই। সবথেকে বড় বিষয় সামনে সুস্বাদু খাবার থাকলে সবারই তা চেখে দেখতে ইচ্ছে করে। কিন্তু, করোনাকালে তা একেবারেই করা যাবে না। দুপুরের খাবার, জলের বোতল সহ কোনও জিনিসই সন্তানকে ভাগ করতে বারণ করুন। এতে সংক্রমণ অনেকটাই আটকানো সম্ভব।